Home / তথ্য প্রযুক্তি / একটি ফেসবুক প্রোফাইলের মূল্য ১৩ ডলার

একটি ফেসবুক প্রোফাইলের মূল্য ১৩ ডলার

চাঁদপুর টাইমস নিউজ ডেস্ক || আপডেট: ১১:৩৯ অপরাহ্ন, ২৬ সেপ্টেম্বর ২০১৫, শনিবার

 

আপনি কি জানেন আপনার ফেসবুক অ্যাকাউন্টটির মূল্য কত? প্রায় ১৩ ডলার। এ বছর সামাজিক যোগাযোগ মাধ্যমটির রাজস্ব আয়ের বিভিন্ন বিশ্লেষণ থেকে এ তথ্য জানিয়েছে ই-মার্কেটার।

বর্তমানে ফেসবুক ব্যবহার করছেন প্রায় ১৫০ কোটি মানুষ। এর মধ্যে প্রতিটি প্রোফাইল থেকে ফেসবুকের আয় ১২.৭৬ ডলার। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের ক্ষেত্রে প্রোফাইল প্রতি ফেসবুকের আয়ের পরিমাণ ৪৮.৭৬ ডলার।

চলতি বছর ১৬.৩ বিলিয়ন ডলার রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে ফেসবুক। ২০১৪ সালে এই আয়ের পরিমাণ ছিল ১১.৫ বিলিয়ন ডলার। তবে এ বছরের আয়ের ক্ষেত্রে ফেসবুকের পাশাপাশি ইনস্টাগ্রামের সম্ভাব্য আয়ের হিসেবও যুক্ত করা হয়েছে।

ধারণা করা হচ্ছে, চলতি বছর ইনস্টাগ্রাম থেকে ফেসবুকের আয় হবে ৪০০ মিলিয়ন ডলার যা ফেসবুকের মোট রাজস্ব আয়ের ৫ শতাংশ।

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫