Home / বিনোদন / একজন কণ্ঠের অন্যজন রূপের জাদুকর
asif porimoni

একজন কণ্ঠের অন্যজন রূপের জাদুকর

প্রথম অ্যালবাম প্রকাশের পরই আকাশ ছোঁয়া তারকাখ্যাতি পান। এরপর সংগীতাঙ্গন দাপিয়ে বেড়িয়েছেন টানা একযুগের বেশি। বলছি, আসিফ আকবরের কথা। অন্যদিকে হালের ক্রেজ পরীমনি চলচ্চিত্রাঙ্গন দাপিয়ে বেড়াচ্ছেন। রূপের জাদুতে মুগ্ধ করেছেন অসংখ্য ভক্ত। এবার দুই ভুবনের দুই বাসিন্দাকে এক করতে চাচ্ছেন নির্মাতা শামীমুল ইসলাম শামীম।

এ নির্মাতা তার ফেসবুকে লিখেছেন, ‘আসিফ ভাই আর পরীমনি। একজন কণ্ঠের জাদুকর অন্যজন রূপের। তাদের সঙ্গে আমার ঘনিষ্ঠ সম্পর্ক। এবার তাদের এক করতে চাই দর্শকের জন্য। কেমন হয়? সাথে অপ্রতিরোধ্য অভিনেতা মিশা সওদাগর এক পৌরাণিক গল্পকথার বাদশার ভূমিকায় কাজ করবেন বলে আশ্বস্ত করেছেন।’

এ প্রসঙ্গে শামীমুল ইসলাম শামীম বলেন, ‘কয়েকটি গান নিয়ে একটি মিউজিক্যাল ফিল্ম নির্মাণ করতে চাচ্ছি। সুন্দর একটি গল্পও রেডি করেছি। এ নিয়ে আসিফ আকবর ভাই ও পরীমনির সঙ্গে প্রাথমিক কথাও বলেছি। একজন কণ্ঠের জাদুকর অন্যজন রূপের জাদুকর। তাদের দুজনকে একসঙ্গে নিয়ে এটি নির্মাণ করতে চাই। প্রাথমিকভাবে তারা সম্মতি দিয়েছেন। কিছু দিনের মধ্যে চূড়ান্ত কথা জানানো যাবে।’

এর আগে শামীমুল ইসলাম ‘আমার প্রেম আমার প্রিয়া’ নামে একটি সিনেমা নির্মাণ করেন। এতে পরীর বিপরীতে অভিনয় করেন কায়েস আরজু। চলতি বছরের ৮ ফেব্রুয়ারি সিনেমাটি মুক্তি পায়। এতে আসিফ আকবরের গানও রয়েছে।

আসিফ আকবরের প্রথম সিনেমা ‘গহীনের গান’ আগামী ২০ ডিসেম্বর মুক্তি পাবে। এতে তার সহশিল্পী হিসেবে থাকছেন সৈয়দ হাসান ইমাম, তমা মির্জা, তানজিকা আমিন, আমান রেজা, কাজী আসিফ, তুলনা প্রমুখ।

অন্যদিকে পরীমনি অভিনীত ‘বিশ্বসুন্দরী’ সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। চয়নিকা চৌধুরী পরিচালিত এ সিনেমায় পরীর বিপরীতে রয়েছেন সিয়াম। এছাড়াও রয়েছেন আলমগীর, চম্পা, ফজলুর রহমান বাবু, আনন্দ খালেদ, হীরা, দীপা খন্দকার, মনিরা মিঠু, সুজন, সীমান্ত প্রমুখ।

বার্তা কক্ষ, ১৩ ডিসেম্বর ২০১৯

ইন্টারনেট কানেকশন নেই