Home / উপজেলা সংবাদ / শাহতলী কামিল মাদ্রাসার অধ্যক্ষ আর নেই

শাহতলী কামিল মাদ্রাসার অধ্যক্ষ আর নেই

চাঁদপুর সদরের শত বছরের পুরোনো ঐতিহ্যবাহী শাহতলী কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. ফয়েজ আহমেদ রোববার দিনগত রাত ২টা ৩০ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…..রাজিউন)।

সোমবার (আজ) এসএসসি/দাখিল পরীক্ষায় থাকায় একটু দ্রুততার সাথে সকাল ৮টায় মাদ্রাসা প্রাঙ্গনে তার প্রথম নামাযে জানাযা অনুষ্ঠিত হবে।

মাদ্রাসার গভর্নিং বডির সহ-সভাপতি ও চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রুশদি বিষয়টি চাঁদপুর টাইমসকে নিশ্চিত করেছেন।

তাঁর মৃত্যুতে মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি ও চাঁদপুর জেলা প্রশাসক আব্দুস সবুর মণ্ডল, সহ-সভাপতি ও চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রুশদি গভীর শোক প্রকাশ করেছেন।

দেলোয়ার হোসাইন

: আপডেট ৬:৩০ এএম, ১ ফেব্রুয়ারি ২০১৬, সোমবার

ডিএইচ