চাঁদপুর জেলা দুর্নীতি দমন কমিশন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি হাজীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান গতকাল ১১ ফেব্রুয়ারি হাজীগঞ্জের বিজনেজ পার্ক মকিমউদ্দিন শপিং ট্রেড সেন্টারে অনুষ্ঠিত হয় । এতে সভাপতিত্ব করেন হাজীগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রিন্স শাকিল আহমেদ।
সততা সংঘের মেধাবী শিক্ষার্থীদের অনুকূলে দুর্নীতি দমন কমিশন কর্তৃক এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয় ।এতে প্রধান অতিথি ছিলেন মো.সাইফুল ইসলাম,উপ-পরিচালক,দুর্নীতি দমন কমিশন চাঁদপুর। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ আকবর হোসেন, সহকারী পরিচালক,দুর্নীতি দমন কমিশন চাঁদপুর। এতে হাজীগঞ্জের শিক্ষা প্রতিষ্ঠানের ৪৫ জন মেধাবী ছাত্র-ছাত্রীর মাধে এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয় ।
অনুষ্ঠানে দুর্নীতি প্রতিরোধ কমিটি হাজীগঞ্জ উপজেলা কমিটির অন্যান্য সদস্য গণ উপস্থিত ছিলেন।
১২ ফেব্রুয়ারি ২০২৫
এজি