Home / উপজেলা সংবাদ / চাঁদপুর সদর / শাহতলী যোবাইদা বালক সপ্রাবিতে মতবিনিময় সভা
Sahtoli jobaida..

শাহতলী যোবাইদা বালক সপ্রাবিতে মতবিনিময় সভা

চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে মতবিনিময় সভা বৃহস্পতিবার (১৮জানুয়ারি) সকাল ১১টায় অনুষ্ঠিত হয়।

প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবরের সম্পাদক সোহেল রুশদী।

মত বিনিময় সভায় তিনি বলেন শিক্ষা বিস্তারে এ বিদ্যালয় এলাকায় সুনাম অর্জন করেছে। এ বিদ্যালয়ের শিক্ষকরা খুবই দক্ষ ও মেধাবী। আপনাদের দক্ষতা ও মেধা প্রয়োগের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের মেধা বিকাশ করতে হবে। তিনি আরও বলেন ভালো ফলাফল অর্জন করার জন্য সকল ধরনের সহযোগিতা করা হবে। এছাড়াও বিদ্যালয়ের অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেন।

এতে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: দিদার হোসেন মিজি, সহকারি শিক্ষিকা শামিমা সুলতানা, সহকারি শিক্ষিকা শাহিনা আক্তার, সহকারি শিক্ষিকা নাজিয়া মাহবুব, সহকারী শিক্ষিকা তানজিনা খানম, ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য আবুল কাশেম ক্বারী উপস্থিত ছিলেন।

করেসপন্ডেন্ট
: আপডেট, বাংলাদেশ সময় ০৯:০৩ পিএম, ১৮ জানুয়ারি ২০১৮, বৃহস্পতিবার
ডিএইচ

শেয়ার করুন