রং ফর্সাকারী পণ্য ‘ফেয়ার অ্যান্ড লাভলী’র শুভেচ্ছাদূত হয়েছেন পরীমনি। মঙ্গলবার বিকেলে নিজের ফেসবুকে কিছু ছবি পোস্ট করে জানান দেন পরী নিজেই। ছবিতে দেখা যায় কাগজ-কলম নিয়ে বসে আছেন। প্রাণবন্ত হাসি। আর ক্যাপশনে লিখেছেন, হোয়াট’স গোয়িং অন? এরপর থেকেই তৈরি হয় রহস্যের।
এর কিছুক্ষণ পরই আরো কিছু ছবি পোস্ট করেন ফেসবুকে যেখানে ফেয়ার অ্যান্ড লাভলী ক্রিমের বেশ কয়েকটি প্যাকেট নিয়ে দাঁড়িয়ে ছিলেন পরী।
পরবর্তীতে তিনি জানান, আগামী ২ বছর ইউনিলিভার বাংলাদেশের এই পণ্যটির বিজ্ঞাপনচিত্রসহ সমাজসেবামূলক কাজে তাকে দেখা যাবে।
পরী আরো বলেন, ‘এর আগে দু-একজন অভিনেত্রী ফেয়ার অ্যান্ড লাভলির হয়ে বিজ্ঞাপনে কাজ করেছেন। তবে আমার দায়িত্ব একটু বেশি। কারণ, প্রথমবারের মতো বাংলাদেশি কোনও অভিনেত্রী হিসেবে এটার শুভেচ্ছাদূত হলাম আমি। আর প্রতিষ্ঠানটিও অনেক সামাজিক কাজ করে। যেটা আমিও করে আসছি। তাই তাদের হয়ে আরও বেশি এ ধরনের কাজে আমাকে পাওয়া যাবে।
পরীমনি জানান, শিগগিরই তাদের হয়ে বিজ্ঞাপনে অভিনয় করবেন তিনি। এছাড়া বেশ কিছু কর্মসূচিতে অংশ নেবেন। ইউনিলিভার বাংলাদেশের সঙ্গে আজকেই (৪ ডিসেম্বর) চুক্তি হয়েছে পরীর। এ সময় উপস্থিত ছিলেন অভিনেতা সাজু মুনতাসির, সাংবাদিক তামিম হাসানসহ ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের কর্মকর্তরা।
বার্তা কক্ষ
৫ ডিসেম্বর, ২০১৮
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur