Home / চাঁদপুর / চাঁদপুরে ঈদের দিন ১০৮ জনের করোনা শনাক্ত
corona

চাঁদপুরে ঈদের দিন ১০৮ জনের করোনা শনাক্ত

চাঁদপুরে ঈদুল আযহার দিন (বুধবার) ১০৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ দিন ২৮৬জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৫২জন, মতলব দক্ষিণের ৭জন, হাজীগঞ্জের ১৯জন, ফরিদগঞ্জের ১১জন, হাইমচরের ২জন, কচুয়ার ১০জন, শাহরাস্তির ১জন ও মতলব উত্তরের ৬জন রয়েছেন।

একই দিনে ৬০ জনকে সুস্থ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদরের ২৫ জন,মতলব দক্ষিণের ৯ জন, ফরিদগঞ্জের ৯ জন, হাজীগঞ্জের ৬ জন, কচুয়ার ৬ জন,হাইমচরের ১ জন ও শাহরাস্তির ৪ জন।

সূত্র আরো জানায়, নতুন আক্রান্তসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৭,৫৭৬। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৪৭জন। এখন পর্যন্ত সুস্থ ঘোষণা করা হয়েছে ৫,৬৭২জনকে। বর্তমানে চিকিৎসাধীন ১,৭৫৭জন। আক্রান্তদের মধ্যে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ৩৬জন। বাকীরা হোম আইসোলেশনে আছে।

রার্তা কক্ষ , ২২ জুলাই ২০২১