চাঁদপুরের মতলব উত্তর উপজেলায়র মোহনপুরে খালার বাড়িতে বেড়াতে এসে মোহনপুরের মেঘনা নদীতে পানিতে ডুবে অপুু (১৯) নামে এক যুবকের মৃত্যুু হয়েছে।
মঙ্গলবার (১০ জুন) দুপুরে উপজেলার মোহনপুর মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। নিহত অপু ঢাকার আগারগাঁও এলাকার বকুলের ছেলে। সে মিরপুর একটি প্রাইভেট কোম্পানীতে সেলন্সম্যান হিসেবে চাকুরী করতো। তারা দুই ভাই এক বোন। ভাই বোনদের মধ্যে সে সবার ছোট।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত অপু আজ সকালে তার খালার বাড়ি চাঁদপুরের মতলব উত্তর উপজেলায়র মোহনপুরে তার বড় ভাইসহ তারা মায়ের সাথে বেড়াতে আসে। খালার বাড়ি বেড়াতে আসার পর দুপুরে সে একাই মোহনপুরের মেঘনা নদীতে গোসল করতে যায়। মোহনপুর মেঘনা ঘাটে একটি বলগেট থেকে সে নদীতে লাফ দিলে সে নিখোঁজ হয়। পরে স্থানীয়রা খোঁজাখুজি শুরু করে। প্রায় ১ ঘন্টা পর অপুর মরদেহ উদ্ধার করা হয়। পরে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রবিউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করে মরদেহ পরিবারের নিকট হন্তান্তর করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক, ১০ জুন ২০২৫