Home / বিনোদন / মতলবে ভূমি সেবা সপ্তাহ্ ও ভূমি উন্নয়ন কর মেলার উদ্বোধন

মতলবে ভূমি সেবা সপ্তাহ্ ও ভূমি উন্নয়ন কর মেলার উদ্বোধন

চাঁদপুর মতলব দক্ষিণে উপজেলা প্রশাসনের আয়োজনে ভূমি সেবা সপ্তাহ্ ও ভূমি উন্নয়ন কর মেলার উদ্বোধনী অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বুধবার(১০ এপ্রিল) সকাল ১০টায় ভূমি অফিস প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদর্ক্ষিন করে।

র‌্যালির নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল ইসলাম। র‌্যালি শেষে উপজেলা ভূমি অফিসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা ভূমি অফিসের নাজির কাম ক্যাশিয়ার মো.সায়েদ আলী, ইউনিয়ন উপ-সহকারি কর্মকর্তা মো. নজরুল ইসলাম, মতলব পৌর যুবলীগের সভাপতি মো. সোহাগ সরকার, নায়েরগাঁও ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন, খাদেরগাঁও ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা মো. গিয়াস উদ্দিন প্রধান,।

উপাদী উত্তর ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা মো. বাদশা মিয়া, উপাদী দক্ষিণ ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা মো. মমিনুল ইসলাম তালুকদার, সার্ভেয়ার জান্নাতুল ফেরদৌসি।

প্রতিবেদক: মাহ্ফুজ মল্লিক
১০ এপ্রিল,২০১৯