ফিলিস্তিনে বর্বর ইসরায়েলি হামলা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চাঁদপুর শহর শাখা।
শুক্রবার ২১ মার্চ শহরের হাসান আলী মাঠ থেকে জুমার নামাজ শেষে তারা এ বিক্ষোভ মিছিল করেন। এ সময় নানা স্লোগান দিতে থাকেন তারা।
বিক্ষোভ মিছিলের শুরুতে সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী সাবেক ভাইস চেয়ারম্যান এডভোকেট মো: শাহজাহান মিয়া, শহর জামায়াতের আমীর এডভোকেট মো: শাহজাহান খান, ইসলামী ছাত্র শিবির চাঁদপুর শহর শাখার সভাপতি মোঃ মহররম আলী। আরো উপস্থিত ছিলেন জামায়াত ও ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ।
জুমার নামাজের পর চিশতীয়া জামে মসজিদ থেকে হাসান আলী মাঠে মুসল্লিরা সমাবেশে একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল শুরু হয়।
স্টাফ করেসপন্ডেট, ২১ মার্চ ২০২৫
চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur