Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / ইমামপুর পল্লীমঙ্গল উবিতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়
ইমামপুর পল্লীমঙ্গল উবিতে

ইমামপুর পল্লীমঙ্গল উবিতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়

চাঁদপুরে মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়নের ইমামপুর পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২৩ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১১টায় বিদ্যালয় মিলনায়তনে বিদায়ী শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ইমামপুর পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিদুৎসাহী সদস্য ও উপজেলা আওয়ামী যুকবলীগের সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ কামরুজ্জামান ইয়ার হোসেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ইমামপুর পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, ইমামপুর পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির দাতা সদস্য ও উপজেলা ছাত্রলীগের আহবায়ক বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ মাজহারুল ইসলাম মিজান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছেংগারচর পৌর আ’লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী। বিশেষ অতিথি হিসেসবে বক্তব্য রাখেন, অগ্রণী ব্যাংক লিমিটেড মতলব দক্ষিণ এর ব্যবসস্থাপক ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মোঃ জাকির হোসেন খান।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ছগির আহম্মেদ, মোঃ ফারুক আজম্মদ (বাদল) ও ক্রীড়া শিক্ষক মোঃ মেখ সাদির যৌথ সঞ্চালনায় এসময় আলোচনা সভায় আরো বক্তৃতা করেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মোঃ খালেকুজ্জামান, মোঃ মুক্তার হোসেন, মোঃ মোতালেব হোসেন (জুয়েল), বিশিষ্ট সসমাজ সেবক ডিএম আঃ লতিফ, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ কামাল উদ্দিন,ওয়ালী মাষ্টারসহ বিদ্যালয়ের বিদায়ী পরীক্ষার্থী ও স্কুলের শিক্ষার্থীগন। এসময় বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবক ও অন্যান্য শিক্ষার্থীবৃনন্দ এসময় উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির দাতা সদস্য ও উপজেলা ছাত্রলীগের আহবায়ক বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ মাজহারুল ইসলাম মিজান তার বক্তব্যে বলেন, শিক্ষিত হওয়া যায় কিন্তু সুশিক্ষিত নাগরিক হওয়ার জন্যে আদর্শ মানুষ হতে হয়।

আদর্শ সুনাগরিক দেশের অহঙ্কার। তোমরা একদিন আদর্শ নাগরিক হয়ে এ দেশের উন্নয়নে কাজ করবে, সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বলিষ্ঠ ভূমিকা রাখবে। মনে রাখবে শিক্ষার কোনো বিকল্প নেই। জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা আজ শিক্ষা বিস্তারে ছাত্র-ছাত্রীদের ব্যাপক সুযোগ-সুবিধা প্রদান করছেন। তোমরা প্রধানমন্ত্রীর দোয়া এ সকল সুযোগ-সুবিধা গ্রহণ করে নিজেকে আদর্শ সুনাগরিক হিসেবে গড়ে তুলবে। একজন মানুষ হিসেবে এটাই তোমাদের কাছে প্রত্যাশা করছি।

প্রতিবেদক : খান মোহাম্মদ কামাল, ২৩ জানুয়ারি ২০২০