Home / চাঁদপুর / অসহায়দের নিয়ে ইব্রাহিম জুয়েলের ইফতার ও নগদ অর্থ প্রদান
ইফতার

অসহায়দের নিয়ে ইব্রাহিম জুয়েলের ইফতার ও নগদ অর্থ প্রদান

চাঁদপুরে সুবিধাবঞ্চিত প্রতিবন্ধী এবং ভিক্ষুকদের সাথে নিয়ে ইফতার করেছেন সাবেক জেলা স্বেচ্ছাসেবক দল এবং জেলা ছাত্রদলের সাবেক সফল সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহিম জুয়েল। ১২ মার্চ বুধবার বিকেলে চাঁদপুর শহরের কুমিল্লা রোডের চেয়ারম্যানঘাটস্থ তার নিজ কার্যালয়ে সামনে এই আয়োজন করা হয়।

এসময় তিনি চাঁদপুর শহরের শতাধিক সুবিধাবঞ্চিত প্রতিবন্ধী এবং ভিক্ষুকদের সাথে নিয়ে ইফতার করেন। এরপর ইফতারে অংশ নেওয়া সবাইকে সাধ্যমত নগদ অর্থ প্রদান করেন।

কাজী মোহাম্মদ ইব্রাহিম জুয়েল বলেন, ‘আমাদের সমাজের এইসব সুবিধা বঞ্চিত মানুষদের সব সময় ভালো খাবার খাওয়ার সৌভাগ্য হয় না। ভাগ্যত এইসব মানুষরা জীবিকার প্রয়োজনে রাস্তায় ঘুরে বেড়ান। এজন্য ঠিকমতো ইফতারও করতে পারেন না। আজকে আমি আমার সাধ্যমত এইসব মানুষদের সাথে নিয়ে ইফতার করেছি। আমরা একসাথে বসে ইফতার খেয়েছি। এতে যে তৃপ্তি পেয়েছি, তা ভাষায় প্রকাশ করার মতো না।’

কাজী মোহাম্মদ ইব্রাহিম জুয়েল আরো বলেন, ‘সমাজের এসব সুবিধা বঞ্চিত মানুষদের চাহিদাও খুব কম। সামান্য একটু ভালোবাসায় তারা অনেক খুশি হন। আমাদের সমাজের যারা বিত্তবান রয়েছেন, তাদের প্রত্যেকের উচিত এইসব মানুষদের পাশে দাঁড়ানো। কারণ তারাও মহান আল্লাহর সৃষ্টি এবং আমাদের মত মানুষ। ইনশাআল্লাহ আমি যতদিন বেঁচে থাকব এইসব মানুষদের ভালোবাসার চেষ্টা করব।’

স্টাফ করেসপন্ডেট, ১২ মার্চ ২০২৫