Home / তথ্য প্রযুক্তি / ইন্টারনেটের খরচ কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার

ইন্টারনেটের খরচ কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার

চাঁদপুর টাইমস নিউজ ডেস্ক | আপডেট: ০৮:০৭ অপরাহ্ণ, ৩১ আগস্ট ২০১৫, সোমবার

ইন্টারনেটের খরচ কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) থেকে ৬২৫ টাকায় ১ এমবিপিএস ব্যান্ডউইডথ পাওয়া যাবে। নূন্যতম ১০ গিগাবাইট ব্যান্ডউইথ কিনলে এই মূল্য কার্যকর হবে।

নতুন এ মূল্য ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারের জন্য প্রযোজ্য হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মনোয়ার হোসেন।

আগে ১ এমবিপিএস ব্যান্ডউইডথের জন্য খরচ পড়তো ১ হাজার ৬৮ টাকা।

বিএসসিসিএল জানায়, ভারতে রফতানির জন্য প্রতি ব্যান্ডউথের দাম ধরা হয়েছে ১০ ডলার। ওই দামের সঙ্গে সামঞ্জস্য রাখতে দাম কমানো হচ্ছে।

দাম কমানোতে মানুষের ইন্টারনেট ব্যবহার বাড়বে বলে মনে করেন মনোয়ার হোসেন।

 

চাঁদপুর টাইমস : এমআরআর/২০১৫