আবদুল গনি
১৫ মে ২০২৫ বেলা ১২ টায় কেন্দ্রিয় ছাত্র কল্যাাণ পরিষদের ডাকে চাঁদপুরে ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির ছাত্রদের অবস্থান ধর্মঘট পালন কর্মসূচি ইনস্টিটিউটের ক্যাম্পসে অনুষ্টিত হয়। অবস্থান কর্মসূচি পালনে সংগঠনের নেতৃত্বস্থানীয় ছাত্রগণ বক্তব্য দেন। ছাত্র কল্যাাণ পরিষদের চাঁদপুরের সমন্বয়ক আমিরুল ইসলাম ও মো.আমির হোসেন জানান, দেশের ৬টি মেরিনের কেন্দ্রিয় ছাত্র কল্যাাণ পরিষদের ডাকে চাঁদপুরে ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির ছাত্রদের এ অবস্থান ধর্মঘট কর্মসূচি ইনস্টিটিউটের ক্যাম্পাসে পালন হচ্ছে। তাদের দীর্ঘদিনের অন্যত্তম দাবির মধ্যে রয়েছে-ডিপ্লোমা শেষে জাহাজে ঊঠার বৈধ পাসর্পোটস বা সিডিসি প্রদানের অনুমতি প্রদান।
সমন্বয়কগণ আরো জানান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ২৮ অক্টোব ২০২৪ তৎকালীন মন্ত্রী মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রবাসী কল্যাণ ও নৌ-পরিবহন মন্ত্রণালয়ের যৌথ সভায় গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন এবং মেরিন ইঞ্জিনিয়ারিং ও শীপবিল্ডিং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিকল্প কর্মসংস্থান বাস্তবায়ন করতে হবে। দেশের ৬টি বিভিন্ন সরকারি ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজী থেকে উত্তীর্ণ মেরিন ও শীপবিল্ডিং ডিপ্লোমা শিক্ষার্থীগণ চার বছর মেয়াদী আন্তর্জাতিক মানের ডিপ্লোমা কোর্স ও প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা থাকা সত্ত্বেও জাহাজে ঊঠার বৈধ পাসর্পোটস বা সিডিসি প্রদানের অনুমতি না থাকায় বা না দেয়ায় তাদের পেশাগত পথ অবরুদ্ধ বলে জান্না। তাদের অভিযোগ -তাদের শিক্ষা ও প্রশিক্ষণ আন্তর্জাতিক মানসম্পন্ন এবং যথাযথ যোগ্যতা অর্জনকারী হিসেবে পেশাগত পদ থেকে বঞ্চিত হচ্ছে।
প্রশিক্ষণ ও অভিজ্ঞতার মাধ্যমে গঠিত এ বৃহৎ কর্মক্ষম তরুণ সমাজকে উপেক্ষা করা হলে রাষ্ট্রীয় সম্পদ ও মানব সম্পদ অপচয় হবে এবং রাষ্ট্র বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন থেকে বঞ্চিত হবে। এছাড়াও তাদের পর্যাপ্ত দক্ষতা ও অভিজ্ঞতা থাকা সত্ত্বেও তারা সমুদ্রগামী বৈদেশিক জাহাজে চাকুরির সুযোগ পাচেছ না । যার ফলে তারা দেশ ও সমাজকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা যোগান দিতে ব্যর্থ হচ্ছে। তাদের বিশ্বাস সমুদ্রগামী বৈদেশিক জাহাজে শিক্ষানবিশ ক্যাডেট অফিসার হিসেবে যোগদানের সুযোগ দিলে তারা প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করবে যা দেশেকে দ্রুত উন্নয়নের দিকে নিয়ে যেতে সক্ষম হবে।
সমন্বয়কগণ আরোও জানান- সমুদ্রগামী জাহাজে চাকরির বিধান প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ৪৬ বছরেও মেরিন ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমাধারীদের প্রকৃত পেশায় চাকুরি নিশ্চিত করতে না পারলেও মন্ত্রণালয়ের উদ্যোগে শীপ বিল্ডিং, ডিপ্লোমা চালু করে ৬টি ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি সরকার স্থাপন করে। ২৮ অক্টোবর ২০২৪ অনুষ্ঠিত প্রবাসী কল্যাণ ও নৌ-পরিবহন মন্ত্রণালয়ের যৌথ সভায় গৃহীত সিদ্ধান্ত সমূহ বাস্তবায়নে ৬ মাসেও কোনো অগ্রগতি হয়নি বলে তারা অত্যন্ত হতাশায় রয়েছে।
উক্ত সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী অনতিবিলম্বে আইএমটি থেকে চার বছর মেয়াদী মেরিন ও শীপ বিল্ডিং ডিপ্লোমা ইন্জিনিয়ারিং কোর্স সম্পন্নকারীদের নৌ-পরিবহন মন্ত্রণালয় অনুমোদিত মেরিটাইম শিক্ষায়তনে অনধিক ৬ মাসের সী ট্রেনিং সম্পন্ন করার সুযোগ দিয়ে ক্যাডেট ইঞ্জিনিয়ার হিসেবে সমূদ্রগামী জাহাজে যোগদানের নীতিমালা প্রণয়ন করার দাবি জানান।
দাবি আদায় না হলে- পরবর্তীতে বড়ধরণের কর্মসূচি প্রনয়ন করবে বলে জানান।
১৫ মে ২০২৫
এজি