Home / আন্তর্জাতিক / প্রবাস / ইতালিতে শিক্ষার্থীসহ ৩ বাংলাদেশির মৃত্যু
বাংলাদেশির

ইতালিতে শিক্ষার্থীসহ ৩ বাংলাদেশির মৃত্যু

ইতালির মিলানে মোহাম্মদ ইসমাইল হোসেন নামে (৩১) এক শিক্ষার্থী মারা গেছে। বৃহস্পতিবার রাতে লিভারজনিত রোগে মিলানের একটি হাসপাতালে চিকিৎসাধীন তিনি না ফেরার দেশে চলে যান। তার বাবার নাম আবদুল মান্নান। তার বাড়ি কুমিল্লা জেলার আর রাহমানপাড়া। এ ছাড়া কয়েক দিনের ব্যবধানে আরও দুজন প্রবাসীর মৃত্যু হয়েছে।

এ ব্যাপারে মিলান কনস্যুলেট অফিসের ভাইস কনস্যুলার সাব্বির আহমেদ জানান, ইসমাইল বৃহস্পতিবার রাতে মারা যান। মৃত্যুর পূর্বে ইসমাইল একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।

সাব্বির আহমেদ আরও জানান, গত কয়েক দিনের ব্যবধানে আরও দুজন মারা গেছেন। তার মধ্য একজন নারী রয়েছেন। তার নাম কামরুন নাহার বকথ (৪২)। তিনি ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন মারা যান। তার স্বামী শাহীন আহমেদ। বাড়ি সিলেট জেলায়।

অন্য আরেক প্রবাসী বাংলাদেশিও চিকিৎসাধীন না ফেরার দেশে চলে যান। তার নাম মাহবুব আহমেদ সৈকত (৪৪)। তার বাবার নাম খোরশেদ আলম। বাড়ি নারায়ণগঞ্জ জেলার সদরে তামাকপট্টি।

চাঁদপুর টাইমস ডেস্ক/ ১৪ জানুয়ারি ২০২৪