Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / হাজীগঞ্জে চলতি মৌসুমের খরায় ইট উৎপাদনে রেকর্ড
ইট উৎপাদনে

হাজীগঞ্জে চলতি মৌসুমের খরায় ইট উৎপাদনে রেকর্ড

বিগত কয়েক বছরের তুলনায় চলতি মৌসুমে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ভাটাগুলোতে ইট উৎপাদনে রেকর্ড সৃষ্টি করেছে।

চলতি বছর ঝড় বৃষ্টি না হওয়ার ফলে প্রচন্ড খরা ও সূর্যের আলোতে কাচা ইট সহজে শুকিয়ে ভাটার ভিতরে দেওয়ার সুযোগ হয়েছে। আর এতে করে চলতি মৌসুমে এক এক ভাটায় ইট উৎপাদনে প্রায় কোটির সংখ্যায় ছাড়িয়েছে।

জানা যায়, হাজীগঞ্জ উপজেলায় বর্তমানে প্রায় ১৫ টি ইট ভাটা রয়েছে। তার মধ্যে মেসার্স রনি, ওনি, সেলিম, মার্ক, মহিন, সৈয়দ আতিক শার্হ, আতিক শার্হ, এস এস বি, আ. গনি, তালুকদার ব্রিক ফিল্ড সহ ১০টি ভাটা চলমান রয়েছে।

সরেজমিনে দেখা যায়, এসব ভাটায় ইট উৎপাদনের লক্ষে সকাল থেকে রাত পর্যন্ত শ্রমিকদের যেন ধম পালানোর সুযোগ নেই। বিভিন্ন ভাগে শ্রমিকরা কাজে নিয়োজিত। এর মধ্যে ভাটায় নিয়োজিত আগুন শ্রমিকরা প্রচন্ড গরমের মাঝেও ইট উৎপাদনে কাজ অব্যাহত রেখে চলছে।

আগামি এক মাস সুযোগ পেলে এক এক ভাটায় প্রায় ৯/১০ রাউন্ড ইট পড়ানো হবে যা এক এক রাউন্ডে রয়েছে ১০/১২ লাখ ইট।

এ বিষয়ে কয়েকজন শ্রমিকের সাথে কথা হলে তারা বলেন, গত কয়েক বছরেরর তুলনায় চলতি বছরে আমরা খরা দেখেছি। বেশী বেশী ইট উৎপাদন করতে পেরে মালিকের পাশাপাশি আমরাও খুঁশি।

মেসার্স এস এস বি ভাটার মালিক শরিফ গাজী বলেন, চলতি মৌসুমে আমরা প্রচন্ড খরা পেয়ে এ পর্যন্ত প্রায় ৮ রাউন্ড ইট পুড়তে পেরেছি।

উৎপাদন বৃদ্ধি ফেলেও চলমান লকডাউনের কারণে বাজারজাত করতে পারছিনা।

মেসার্স আ. গণি ব্রিকফিল্ড এর সত্ত্বাধিকারী মহসীন বলেন, ইট উৎপাদন বেশী হয়ে লাভ হলো কি, করোনা মহামারিতে মানুষ ঘর বাড়ির কাজ তেমন একটা করছেনা। যে কারণে ইটের স্তুপ টাল অবস্থায় পড়ে আছে।

প্রতিবেদকঃজহিরুল ইসলাম জয়,২৩ এপ্রিল ২০২১