Home / উপজেলা সংবাদ / হাইমচর / হাইমচরে দুই ইউপিতে ৬ চেয়ারম্যানসহ ৭৩ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ
ইউপিতে

হাইমচরে দুই ইউপিতে ৬ চেয়ারম্যানসহ ৭৩ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ

চাঁদপুরের হাইমচর উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিতে ২নং আলগী উত্তর ইউনিয়ন ও ৪নং নীলকমল ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্য পদে ৭৩ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

গত মঙ্গলবার ও বুধবার এই দুইদিনে উপজেলা নির্বাচন অফিসার মোঃ শাহজাহান মামুন এর নিকট হতে মনোনয়ন পত্র সংগ্রহ করেন এসকল প্রার্থীরা। আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত এই মনোনয়ন পত্র বিতরণ হবে বলে জানা গেছে।

নির্বাচন অফিস সূত্র জানাযায় ২নং আলগী উওর ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনে অংশ গ্রহন করার লক্ষে চেয়ারম্যান পদে ২ জন, ১,২,৩,নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩ জন। ৪,৫,৬,নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩ জন। ৭,৮,৯,নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য পদে ২ জন। ১নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ২ জন। ২নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৪ জন, ৩নং ওয়ার্ডের ৪জন, ৪নং ওয়ার্ডের ৪জন, ৫নং ওয়ার্ডের ৫জন, ৬নং ওয়ার্ডের ১জন, ৭নং ওয়ার্ডে ২ জন, ৮নং ওয়ার্ডে ৩ জন ও ৯নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৪ জন সহ মোট ৪৯ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেন।

৪নং নীলকমল ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ গ্রহন করার লক্ষে চেয়ারম্যান পদে মোঃ সালাউদ্দিন সরদার, সাউদ আল নাসের, মোঃ নোয়াব মোল্লা সহ ৪ জন। ১,২,৩ ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সাধারন সদস্য পদে ২ জন। ৪,৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য পদে ২ জন৷ ৭,৮,৯ ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩ জন। ১ নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৩জন, ২নং ওয়ার্ডে ২ জন, ৩নং ওয়ার্ডে ২ জন, ৪নং ওয়ার্ডে ২জন, ৫নং ওয়ার্ডে ৪ জন, ৬নং ওয়ার্ডে ২ জন, ৭নং ওয়ার্ডে ২ জন, ৮নং ওয়ার্ডে ৩ জন এবং ৯নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৩ জন সহ মোট ৩৪ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেন।

২ টি ইউনিয়নের মধ্যে ইউপি সদস্য পদে মননোয়ন ফরম সংগ্রহ নীলকমল ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের আনিসুর রহমান সিকদার, ৫ নং ওয়ার্ডের দাদন শিকদার, ৬ নং ওয়ার্ডের আবুল হাসেম মাল, ৮ নং ওয়ার্ডের আঃ গনি মিয়া, ২ নং ওয়ার্ডের মোঃ জাকির, ৪ নং ওয়ার্ডের মোঃ রিপন সরদার, ৭ নং ওয়ার্ডে মোঃ রাসেল, ৯ নং ওয়ার্ডের সাইফুল ইসলাম রনি, ২নং আগলী উত্তর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মোঃ ফারুকুল ইসলাম, ৪ নং ওয়ার্ডের মোঃ কবির হোসেন, ১,২ ও ৩ ওয়ার্ডের ফেরদৌস আক্তার কল্পনা, ৭,৮ ও ৯ ওয়ার্ডের ফাতেমা বেগম।

উপজেলা নির্বাচন অফিসার মোঃ শাহজাহান মামুন জানান, ২ ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র হতে ৬জন, সংরক্ষিত সদস্য ১৫ জন, সাধারণ সদস্য ৫২জন, মোট ৭৩জন মনোনয়ন পত্র সংগ্রহ করেন। ২দিনে এখন পর্যন্ত কোনো ফরম জমা হয়নি

প্রতিবেদক: বিএম ইসমাইল, ২ ডিসেম্বর ২০২১