চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান বলেছেন, সত্য এবং ন্যায় প্রতিষ্ঠায় আলেম সমাজকেই কাজ করতে হবে এবং সে ধারা রাষ্ট্রকে বুঝাতে হবে। এ ক্ষেত্রে ইমামদের ভূমিকা অনেক বেশি। যেমন ওয়াজ মাহফিলের উদ্দেশ্য মানুষকে আল্লাহ্ মুখি করা।
কিন্ত এখনতো গতানুগতিক পাড়া-মহল্লায় ওয়াজ মাহফিল হয়। সে মাহফিলের মধ্যে কতজন লোক তার আমল পরিবর্তন ঘটায়। বাংলাদেশের প্রতটি গ্রাম-গঞ্জে ইসলামের আলো পোছাতে পীর মাশায়েখগণ জীবন উৎসর্গ করেছেন। তারা যেখানেই যেতেন সেখানেই দ্বীনের দাওয়াতী কাজ করতেন এবং সেখানেই খানকাহ প্রতিষ্ঠা করেছেন।
২৩ এপ্রিল সোমবার চাঁদপুর জেলা প্রশাশকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, যৌতুক ও বাল্যবিবাহ বিরোধী সমাবেশ এবং জেলা পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত জাতীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, ধর্মীয় ভাবে আমাদের দেশে মুসলমানরা বিভিন্ন মতবাদে থাকলেও ইসলামের মূল বিষয় নিয়ে কারো মতানৈক্য নেই। আজ ইসলামিক ফাউন্ডেশন সকল মতের মানুষকে নিয়ে কাজ করছে। এতে ইসলামের ভাব ধারার দাওয়াতী কার্যক্রম মাইল ফলক হবে।
ইসলামের সূচনা লগ্নে এতো ধর্মপ্রাণ মানুষ ছিলোনা। আজকে এতো দিন পর ঝাকে ঝাকে কোটি কোটি মানুষ আসছে মরছে। কিন্ত কেউ তো এখনো দয়াল নবীকে ভুলেনা। সে নবীর আদর্শ দিয়েই ইসলামের এতো অগ্রগামী। আমরা কেনো বাদ যাব নবীর আদর্শ থেকে। আজকে সমাজ এতো অন্ধকার কেনো। আমরা কি ইসলামের সঠিক বানীগুলো পৌঁছাতে পেরেছি। আসুন সবাই মিলে দেশের কল্যাণে কাজ করি।
ইফার নবাগত উপ-পরিচালকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম। অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন ইফার বিধায়ী উপ-পরিচালক মোঃ আবদুল কুদ্দুস, জেলা ইমাম সমিতির সভাপতি অধ্যক্ষ মাওঃ আহম ছাইফুল্লাহ, বায়তুল মামুর জামে মসজিদের খতিব আলহাজ্ব মুফতি মোঃ জিয়াউদ্দিন খন্দকার, আল-হেলাল জামে মসজিদের খতিব মাওঃ মুহাম্মদ আবদুর রহমান গাজী, স্বাগত বক্তব্য রাখেন ফিল্ড অফিসার মোঃ বিল্লাল হোসেন প্রমুখ।
ইফার ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ সামছুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াত করেন কচুয়া মনপাড়া জামে মসজিদের খতিব হাফেজ মাওঃ আবু ছালেহ। নাতে রাসূল (সাঃ) পরিবেশন করেন -ফরিদগঞ্জ মিজি বাড়ি জামে মসজিদের খতিব মাওঃ আলী আকরাম।
জেলা পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত জাতীয় ইমাম সম্মেলনে ১শ’ জন ইমাম অংশ নেন। এর আগে ইমামগণ উপজেলা পর্যায়ের সম্মেলনে অংশ নিয়ে জেলা পর্যায়ে মনোনীত হন। এর মধ্যে ২টি ক্যাটাগরিতে ৬ জন ইমাম বিভাগীয় পর্যায়ে মনোনীত করা হয়।
প্রতিবেদক : আশিক বিন রহিম
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur