Home / চাঁদপুর / আল আমিন একাডেমীর সিনিয়র শিক্ষক আব্দুল হামিদের দাফন সম্পন্ন
আল আমিন

আল আমিন একাডেমীর সিনিয়র শিক্ষক আব্দুল হামিদের দাফন সম্পন্ন

চাঁদপুরের আল আমিন একাডেমী স্কুল এন্ড কলেজের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক (গনিত) খান মুহাম্মদ আব্দুল হামিদের জানাজার নামাজ শেষে দাফন সম্পন্ন হয়েছে।

গতকাল বুধবার (২৫ অক্টোবর) বাদ এশা চাঁদপুর পৌর বাস স্টেশন সংলগ্নে গোর-এ-গরিবা কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।

জানাজার নামাজে ইমামতি করেন আল আমিন একাডেমী স্কুল এন্ড কলেজের সিনিয়র প্রভাষক মাওঃ মোঃ মোস্তফা।

জানাজার নামাজ শুরুর পূর্বে মরহুমের স্মৃতিচারণ করে শহর জামায়াতের আমীর এডঃ শাহ জাহান খানের পরিচালনায় বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী, প্রাক্তন ছাত্রদের পক্ষে ডা. কর্নেল আজিম, পরিবারের পক্ষ থেকে ছোট ছেলে ইন্জিনিয়ার তানভীর আহমেদ প্রমূখ।

জানাজার নামাজ শেষে বাস স্টেশন সংলগ্নে গোর-এ-গরিবা কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।

মৃত্যুকালে আল আমিন একাডেমী স্কুল এন্ড কলেজের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক (গনিত) খান মুহাম্মদ আব্দুল হামিদ স্ত্রী ও দুই ছেলেসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

উল্লেখ্য, দীর্ঘ দিন যাবৎ শারীরিক নানা সমস্যার কারণে অসুস্থ থাকার পর বুধবার দুপুর সাড়ে ১২ টায় ঢাকা সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

স্টাফ রিপোর্টার,২৬ অক্টোবর ২০২৩