Home / বিনোদন / নতুন লুকে বড়পর্দায় আরিফিন শুভ
আরিফিন শুভ
আরিফিন শুভ

নতুন লুকে বড়পর্দায় আরিফিন শুভ

বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি। এ খেলা কেন্দ্রিক আরিফিন শুভর কোনো সিনেমায় অংশ নেওয়ার খবর এত দিন শোনা যায়নি। তাই নায়কের ফেইসবুকে নতুন একটি ছবি দেখে অনেকেই চমকে ওঠেছেন।

সোমবার সোশ্যাল মিডিয়ায় ছবিটি ভক্ত-অনুরাগীদের সঙ্গে ভাগাভাগি করেন ‘ঢাকা অ্যাটাক’ নায়ক।

সেখানে দেখা যায়, উত্তেজনাকর পরিবেশ চারদিকে। প্রতিপক্ষ দলের খেলোয়াড়রা শুভর পা চেপে ধরে আছেন। তিনি সর্বশক্তি দিয়ে ফিরছেন ‘সেইফ জোনে’। আর ফুটে ওঠেছে নায়কের পেশীবহুল শরীর!

একজন চিত্রগ্রাহককে ক্যামেরা হাতে পুরো দৃশ্যটি ধারণ করতে দেখা যায় ছবিতে।

সব মিলিয়ে ছবির উত্তেজনা ভর করেছে শুভর ভক্তদের মাঝে। সোশ্যাল মিডিয়ায় অনেকে তামিল সিনেমার মিল খুঁজছিলেন। ধরে নিয়েছিলেন, নতুন কোনো ধামাকা ঘোষণা দেবেন এ নায়ক।

কিন্তু শুভ জানালেন, এটি কোনো ছবির শুটিংয়ের স্থিরচিত্র নয়। সম্প্রতি অংশ নেওয়া বিজ্ঞাপনের দৃশ্য।আশফাক বিপুলের পরিচালনায় পুরুষদের মুখ ধোয়ার একটি প্রসাধনীতে মডেল হয়েছে শুভ।

এ নায়কের মুক্তি প্রতীক্ষিত ছবির মধ্যে রয়েছে দুই কিস্তির ‘মিশন এক্সট্রিম’। অসমাপ্ত ছবির মধ্যে আছে ‘বঙ্গবন্ধু’ ও ‘জ্যাম’। এ ছাড়া সম্প্রতি রায়হান রাফীর ‘নূর’-এ অভিনয়ের ঘোষণা দিয়েছেন। এ ছবিতে নির্বাহী প্রযোজকের দায়িত্বও পালন করেছেন আরিফিন শুভ।

ঢাকা চীফ ব্যুরো,২২ জুন, ২০২১;