Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে আযান দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু
Biddot shok

ফরিদগঞ্জে আযান দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নে মসজিদে যোহর নামাজের আযান দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ইউসুফ খান (৬৫) নামে মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে। ৪ আগস্ট মঙ্গলবার দুপুরে ওই ইউনিয়নের সকদিরামপুর গ্রামের খান বাড়ির মসজিদে এ ঘটনা ঘটে। মৃত ইউসুফ খান ওই বাড়ির মৃত আহম্মদ খানের ছেলে।

হাসপাতাল সূত্রে ও মৃতের স্বজনরা জানায়, নিজ বাড়ির মসজিদে জোহরের নামাজের জন্য আযান দিতে যায় ইউসুফ। মাইকের সুইচ দিতে গেলে সে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। তার সন্তান মাসুদ খানসহ অন্যান্যরা তাকে উদ্ধার করে দ্রুত চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে।

হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক নুরুল আলম মজুমদার তাকে মৃত ঘোষণা করে। চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তিনি মৃত্যুবরণ করেছেন।

ফরিদগঞ্জ করেসপন্ডেন্ট, ৪ আগস্ট ২০২০

ইন্টারনেট কানেকশন নেই