Home / উপজেলা সংবাদ / আপিলে কচুয়ায় ২ কাউন্সিলর প্রার্থীকে বৈধ ঘোষণা
আপিলে কচুয়ায় ২ কাউন্সিলর প্রার্থীকে বৈধ ঘোষণা
প্রতীকী

আপিলে কচুয়ায় ২ কাউন্সিলর প্রার্থীকে বৈধ ঘোষণা

কচুয়া পৌরসভা নির্বাচনে দু’কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে অবৈধ ঘোষণার পর আপিল আবেদনে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল বৈধ ঘোষণার করেছেন।

গত ৬ ডিসেম্বর কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মুহম্মদ আশরাফ হোসেন আয়-ব্যয় হিসাবে গড়মিল ও ভোটার তালিকায় নাম ভুল হওয়ায় জহির আলম ও আমিনুল হকের মনোনয়নপত্র বাতিল করেন। পরে বাতিল হওয়া ১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোঃ জহির আলম ও ৯নং ওয়ার্ডের আমিনুল হক আদালতে রিট করলে শুনানি শেষে শুক্রবার তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

।। আপডেট : ১০:৩০ পিএম, ১১ ডিসেম্বর ২০১৫, শুক্রবার
ডিএইচ