ফরিদগঞ্জে ফাঁস দিয়ে আত্মহত্যার অভিনয় করতে গিয়ে গলায় ওড়না পেঁচিয়ে আঁখি (১০) নামে এক শিশুর নির্মম মৃত্যু হয়েছে। ১৬ জুলাই বৃহস্পতিবার বিকেলে পৌরসভার ৮নং ওয়ার্ডের তপাদার বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থী ফরিদগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।
ঘটনার বিবরণে জানাযায়, নিহত আঁখি ইউটিউবে ‘বিমু শোভা’ নামক নাট্য সিরিয়ালে ফাঁস দিয়ে আত্মহত্যার দৃশ্য দেখে। নাটকের আদলে ফাঁস দিয়ে আত্মহত্যার অভিনয় করতে গিয়ে তার নির্মম মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন পরিবারের লোকজন।
নিহতের দাদী নূরজাহান জানান, বৃহস্পতিবার বিকেলে রান্না ঘরের কাজ সেরে ঘরে ফিরে আঁখির মা জান্নাত বেগম ঘরের দরজা বন্ধ দেখতে পেয়ে জানালা দিয়ে উঁকি দিয়ে আঁখিকে ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে আঁখিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আঁখিকে মৃত ঘোষণা করেন। ফরিদগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।
চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur