চাঁদপুর-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ডাঃ আব্দুল মুবিন বলেছেন, লেভেল প্লেইং ফিল্ড তৈরি না হতে জাতীয় সংসদ নির্বাচন না দিলে জনগণ সুষ্ঠুভাবে ভোট দিতে পারবে না। তাই আগে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে, তারপর নির্বাচন দিতে হবে। আজ
সোমবার (৮ জুন) সকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় কালে এসব কথা বলেন তিনি।
জামায়াতের এই প্রার্থী ডাঃ আব্দুল মুবিন আরো বলেন, একটি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহন করে সুষ্টুভাবে ভোট দিতে পারা, বাংলাদেশের জনগণের আকাঙ্খা রয়েছে। কারণ তারা দীর্ঘদিন ফ্যাসিষ্ট সরকারের কারণে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে নি। যদি এখনো সেই পরিস্থিতি হয়, তাহলে জনগণ আবারো ক্ষিপ্ত হবে। তাই সকল দলের অংশগ্রহনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে প্রয়োজনীয় সংস্কার করে তারপর নির্বাচন দিলে জনগণ সুষ্ঠু ও শান্তিপুর্ণভাবে ভোট প্রয়োগ করতে হবে।
সুলতানাবাদ ইউনিয়নের প্রবীন চিকিৎসক আলহাজ্ব মরহুম ডাঃ ওছমান গণি সরকার শায়িত দক্ষিণ ইসলামাবাদ গণকবরস্থান জিয়ারতের মাধ্যমে গণসংযোগ কার্যক্রম আরম্ভ করেন। এসময় উপস্থিত ছিলেন, মতলব উত্তর জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক দেওয়ান আবুল বাশার, জামায়াতে ইসলামীর নেতা অধ্যক্ষ মাওলানা আঃ হালিম, সাবেক ছাত্র শিবির নেতা অ্যাড. ফাইজানুল হক রিজন, সুলাতানাবাদ ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি নজরুল ইসলাম বিএসসি, সাধারণ সম্পাদক সোহেল রানা, ইসলামাবাদ ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি হেলাল উদ্দিন পাটোয়ারী, সাধারণ সম্পাদক ডাঃ আবু তাহের ইমন সহ নেতবৃন্দ। পরে অ্যাড. ফাইজানুল হক রিজন সকালের নাস্তা গ্রহন করেন।
নিজস্ব প্রতিবেদক, ৯ জুন ২০২৫