Home / আবহাওয়া / আগামি ৩ দিনে রাতের তাপমাত্রা কমার আভাস
weather
ফাইল ছবি

আগামি ৩ দিনে রাতের তাপমাত্রা কমার আভাস

চলতি মাসের প্রথম দিকে ঢাকাসহ সারাদেশে শীতের আবহাওয়া চলে এসেছে। তবে গত কয়েক দিন ধরে দেশের তাপমাত্রা কিছুটা বেড়েছে। এই আবহাওয়া আরও দু-একদিন থাকতে পারে। এরপর আগামি ৩ দিনে রাতের তাপমাত্রা কমতে পারে।

শুক্রবার (১৩ নভেম্বর) আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের ও দিনের তাপমাত্রা প্রায়
অপরিবর্তিত থাকতে পারে। এই ২৪ ঘণ্টা পরবর্তী ৩ দিনে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

গত কয়েক দিনের মতো আজও তেঁতুলিয়ায় সর্বনিম্ন ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

বার্তাকক্ষ,১৩ ন‌ভেম্বর, ২০২০;