Home / চাঁদপুর / আউটার স্টেডিয়ামের মূল ফটকে ড্রেনের স্লাপ ভেঙে গর্ত, জনদুর্ভোগ চরমে
আউটার স্টেডিয়ামের

আউটার স্টেডিয়ামের মূল ফটকে ড্রেনের স্লাপ ভেঙে গর্ত, জনদুর্ভোগ চরমে

চাঁদপুর শহরের আউটার স্টেডিয়ামের মূল ফটকে ড্রেনের স্লাপ ভেঙে বিশাল গর্ত সৃষ্টি হয়েছে। এর ফলে ঝুঁকি নিয়ে চলছে পথচারী ও বিভিন্ন যানবাহন। চাঁদপুর আউটার স্টেডিয়ামে প্রবেশের মূল গেটের মাঝখানে এমন গর্ত সৃষ্টি হওয়ায় প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, চাঁদপুর স্টেডিয়াম রোডের পূর্ব পাশে অবস্থিত আউটার স্টেডিয়ামে প্রবেশ করার মূল গেটের মাঝখানে রাস্তার পাশে থাকা ড্রেনের দুপাশে দুটি স্লাপ ভেঙে গিয়ে গর্ত সৃষ্টি হয়ে আছে। চার কারণে পথচারীরা সেখানে দিয়ে স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে না। এর পাশাপাশি বিভিন্ন যানবাহন ওই গেট দিয়ে যাতায়াত করতে গেলে দুর্ঘটনার কবলে পড়তে হয়।

 

আউটার স্টেডিয়ামের

সেখানকার কয়েকজন ব্যবসায়ী এবং পথচারী ফয়সাল হোসেন, বিপ্লব, নিরব মামুন, সজীব, মোখেলেসুর রহমান, ও মালেকসহ বেশ কয়েকজন পথচারী জানান, দীর্ঘদিন ধরে আউটার স্টেডিয়ামে প্রবেশ গেটের নিচে থাকা ড্রেনের দুটি স্লাফ ভেঙে পড়ে রয়েছে। স্লাপগুলো মেরামত না করার কারণে প্রায় এক দেড় মাস যাবৎ সেখানে গর্তের সৃষ্টি হয়ে আছে। এর ফলে অনেক পথচারী হাঁটাচলা করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়তে হয়।

বিশেষ করে রাতের বেলায় অন্ধকারে যখন কোন পথচারী সেখান দিয়ে হেটে যায় তখন নিজেদের অজান্তে তারা ওই গর্তের মধ্যে আটকে পড়ে আহত হন। এছাড়াও সেখান দিয়ে প্রতিদিন বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা ও ক্রীড়া শিক্ষার্থীরা যাতায়াত করে থাকেন। মূল ফটকে এমন বড় গর্তের কারণে তাদেরকেও মনের অজান্তে বিপাকে পড়তে হয়।

তারা আরও জানান গত কয়েকদিন পূর্বে চাঁদপুর স্টেডিয়ামে ফুটবল টুর্নামেন্টের খেলা দেখতে এসে একটি প্রশাসনিক গাড়ি আউটার স্টেডিয়াম এর গেট দিয়ে প্রবেশের সময় গর্তের মধ্যে দুর্ঘটনার কবলে পড়ে।

তবে অধিকাংশ মানুষের অভিযোগ আউটার স্টেডিয়ামে প্রবেশের গেট দিয়ে স্থানীয় ব্যবসায়ীদের বিভিন্ন মালামাল বহনকারী ভারী যানবাহন ও অনেক বহিরাগত যানবাহন সেখান দিয়ে যাতায়াত করার কারণে গেটের সামনের অংশে থাকা ড্রেনের স্লাপ গুলো ভেঙ্গে যায়। এসব মালামাল বহনকারী পিকআপভ্যান মাইক্রোবাস ও ট্রাক চলাচল করার কারণে অল্প সময়ের মধ্যে ড্রেনের স্লাপগুলো বেশিদিন টিকে থাকেনি।

পথচারীদের এমন দুর্ভোগ নিরসনে চাঁদপুর আউটার স্টেডিয়ামে প্রবেশের মূল ফটকের সামনের অংশের ভেঙে যাওয়া স্লাপ গুলো দ্রুত গতিতে মেরামত করার জন্য চাঁদপুর পৌরসভা কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন সচেতন মহল।

প্রতিবেদক:কবির হোসেন মিজি,৫ জুন ২০২১