যথাযথ আইনি লড়াই ছাড়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির আর কোনো পথ খোলা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি এসময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বলেন, তার চিকিৎসায় উদাসীনতার কোনো সুযোগ নেই। এসময় তিনি খালেদা জিয়ার চিকিৎসায় কোনো গাফিলতি হবে না বলেও জানান তিনি।
আজ সোমবার রাজধানীর হোটেল র্যাডিসনে মেট্রোরেল নির্মাণ প্রকল্পের ৫ ও ৬ নম্বর প্যাকেজের আওতায় আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ভায়াডাক্ট স্টেশন নির্মাণকাজের জন্য চুক্তি সই অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
কালের কন্ঠ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur