চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. মো. হেলাল উদ্দিন উপজেলার কহলথুরি হামিদিয়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি পদে পুনরায় নির্বাচিত হয়েছেন।
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইয়াকুব আলী শনিবার (৬ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন।
এ উপলক্ষে সম্প্রতি বিদ্যালয় মিলনায়তনে কমিটি গঠনে উপজেলা একাডেমিক সুপার ভাইজার মো. আহসানুল হকের সভাপতিত্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত সকল সদস্যদের মতামত ও প্রস্তাবের ভিত্তিতে অ্যাড. হেলাল উদ্দিনকে এ পদে পুনরায় মনোনীত করা হয়।
এদিকে কহলথুরি হামিদিয়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি পদে পুনরায় অ্যাড. হেলাল উদ্দিনকে নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের উন্নয়ন, শিক্ষা ও সামগ্রীক বিষয়কে এগিয়ে নিতে শিক্ষক ও এলাকাবাসীসহ সকলের সহযোগীতা কামনা করেছেন তিনি।
[author image=”https://chandpurtimes.com/wp-content/uploads/2015/11/Nannu.jpg” ] প্রতিবেদক- জিসান আহমেদ নান্নু, কচুয়া [/author]
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur