Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / মতলবে অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
অন্তঃসত্ত্বা গৃহবধূর

মতলবে অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরের মতলব উত্তরে নিজ ঘর থেকে আট মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

১৩ জুন রোববার সন্ধ্যায় উপজেলার ১০নং পূর্ব ফতেপুর ইউনিয়নের শাহবাজকান্দি রসুলপুর গ্রামে গলায় ওড়না পেঁচিয়ে ওই গৃহবধূ আত্মহত্যা করেন।

নিহত নারীর নাম জান্নাতি (২০), একই এলাকার সুজন মীরের স্ত্রী। তিনি আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

জান্নাতির শাশুড়ি শিমুলী বেগম জানান, আমি পাশের বাড়িতে ছিলাম; বাড়িতে ফিরে দেখি দোচালা ঘরের দরজা-জানালা বন্ধ। অনেক ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ঘরের ভেতর ঢুকে তার ঝুলন্ত লাশ দেখতে পাই। পরে তার চিৎকারে স্থানীয় লোকজন জড়ো হয়। পরে থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে।

মতলব উত্তর থানার ওসি (তদন্ত) মাসুদ জানান, নিহত অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তবে অন্তঃসত্ত্বা ওই নারী কী কারণে আত্মহত্যা করেছেন তাৎক্ষণিকভাবে তা এখনও জানা যায়নি।

মতলব করেসপন্ডেট,১৪ জুন ২০২১