Home / শিক্ষাঙ্গন / আগামিকাল শুরু হচ্ছে অনার্স চতুর্থ বর্ষের মৌখিক পরীক্ষা
NU

আগামিকাল শুরু হচ্ছে অনার্স চতুর্থ বর্ষের মৌখিক পরীক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৮ সালের অনার্স চতুর্থ বর্ষের (বিশেষ) মৌখিক/ব্যবহারিক পরীক্ষা আগামীকাল রবিবার (১৫ নভেম্বর) শুরু হচ্ছে। চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।

করোনা পরিস্থিতির কারণে স্থগিত হওয়া মৌখিক পরীক্ষা বিষয়ভিত্তিক ভিডিও কনফারেন্সের (জুমঅ্যাপস) মাধ্যমে এবং ব্যবহারিক পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হবে।

গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার কেন্দ্র তালিকা  জাতীয় বিশ্ববিদ্যালয় এর ওয়েব সাইট– এ পাওয়া যাবে। পরীক্ষার্থীদের নিজ নিজ কলেজের মাধ্যমে পরীক্ষা কেন্দ্রের সংশ্লিষ্ট শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করে পরীক্ষায় অংশগ্রহণের জন্য বলা হয়েছে।

করোনার কারণে গত ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। গত ১ এপ্রিল এইচএসসি পরীক্ষা শুরুর কথা ছিল। করোনা পরিস্থিতির কারণে তা স্থগিত করা হয়।

বার্তাকক্ষ,১৪ নভেম্বর,২০২০;