Home / আবহাওয়া / সারা দেশে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর
rain

সারা দেশে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর

টানা কয়েকদিনের তাপপ্রবাহের পর সারা দেশে বৃষ্টি হতে পারে। তবে রাজশাহী ও রংপুর বিভাগে দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। এছাড়া অন্যান্য জায়গায় তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার ১৩ মে সারা দেশের সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়েছে,ময়মনসিংহ,ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া, বিদ্যুৎ চমকানোরও সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে।

পূর্বাভাসে বলা আরও হয়েছে,গোপলগঞ্জ,পটুয়াখালী ও কক্সবাজার জেলাসহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। কিছু কিছু এলাকায় এটি প্রশমিত হতে পারে।

আরও পড়ুন: তাপপ্রবাহের মধ্যেই বজ্রপাত নিয়ে সতর্কবার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

এ ছাড়া রাজধানী ঢাকাসহ পাশ্ববর্তী এলাকার সকাল ৭টা থেকে পরের ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আজ মঙ্গলবার দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকার আকাশ এ সময়ে আংশিক থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। পাশাপাশি পশ্চিম অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

এদিকে, গতকাল (সোমবার) সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা সিলেটে ২২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া গত ২৪ ঘণ্টায় ঢাকার নিকলিতে ৬২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

১৩ মে ২০২৫
এজি