চাঁদপুরের হাজীগঞ্জে করোনা মহামারিতে শ্বাসকষ্ট রোগীদের জন্য ৪০টি অক্সিজেন সিলেন্ডার প্রদান করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।
৯ আগস্ট সোমবার বিকালে উপজেলা মিলনায়তন হল রুমে হাজীগঞ্জ উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির আয়োজনে উক্ত অক্সিজেন সিলেন্ডার উদ্বোধন কালে টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম বলেন, আওয়ামী লীগের টানা ক্ষমতায় সরকার ব্যাপক উন্নয়মূলক কাজ করেছে। ধারাবাহিকভাবে হাজীগঞ্জ উপজেলায় এ যাবৎ পর্যন্ত যত উন্নয়নমূলক কাজ করেছে তার কোনটাই প্রচার হয় নাই।
ইতিমধ্যে উপজেলা উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ নেতাকর্মীদের সমন্বয়ে সকল কার্যক্রম সফলতার সাথে মোকাবেলা করতে সক্ষম হয়েছে। গত বছর আমরা হাজীগঞ্জ শাহরাস্তিতে ৯০ লক্ষ টাকার ত্রাণ বিতরণ করেছি। এবার করোনায় শ্বাসকষ্ট রোগীদের কথা চিন্তা করে ৪০টি অক্সিজেন সিলেন্ডার প্রদান করা হয়েছে। প্রয়োজনে আরো কিছু লাগলে আমাদের প্রস্ততি রয়েছে। আমরা এ উন্নয়ন সমন্বয় কমিটির নেতাকর্মীরা গরীব অসহায় মানুষের পাশে নিয়োজিত আছি এবং থাকবো।
উপজেলা হল রুমে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চলনা করেন উপজেলা উন্নয়ন কমিটির যুগ্ন আহবায়ক হাজী জসিম উদ্দিন।
এ সময় বক্তব্যে রাখেন, জেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক আহসান হাবিব অরুন, হাজীগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পানা কর্মকর্তা এস এম সোয়েব আহমেদ চিশতী, থানার ভাবপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ।
এ সময় রাজারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাদী মিয়া, কালচোঁ উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মানিক হোসেন প্রধানীয়া, সদর ইউনিয়নের চেয়ারম্যান শফিকুর রহমান মীর, ৮নং হাটিলা ইউনিয়নের চেয়ারম্যান জলিলুর রহমান মির্জা দুলাল, সাবেক চেয়ারম্যান সোহরাব হোসেন মিয়াজী, ৯ নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম মিলেটারী, ১০ নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান গিয়াস উদ্দিন বাচ্ছু, ১১ নং হাটিলা পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন লিটু, হাজীগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক জহিরুল ইসলাম মামুন, বর্তমান আহবায়ক মাসুদ ইকবাল, যুগ্ন-আহবায়ক জাকির হোসেন সোহেল, পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল হোসেন বেপারী, সাধারন সম্পাদক মেহেদী হাছান রাব্বিসহ ইউনিয়ন আওয়ামী লীগ ও উন্নয়ন সমন্বয় কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়, ৯ আগস্ট ২০২১