Home / তথ্য প্রযুক্তি / ‌’গুগল’ মালয়েশিয়া হ্যাক করলো বাংলাদেশী হ্যাকার
‌'গুগল' মালয়েশিয়া হ্যাক করলো বাংলাদেশী হ্যাকার

‌’গুগল’ মালয়েশিয়া হ্যাক করলো বাংলাদেশী হ্যাকার

‎Tuesday, ‎14 ‎April, ‎2015   05:59:22 PM

চাঁদপুর টাইমস ডট কম

বাংলা নববর্ষের দিন সকাল ১১টা থেকে মালয়েশিয়ার গুগল পেজ হ্যাক করা হয়েছে। এ সময় থেকে গুগল এর পেজে প্রবেশ করা যাচ্ছে না। ইতোমধ্যে স্থানীয় গণমাধ্যমে বিষয়টি নিয়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। পাশাপাশি দেশটির কম্পিউটার সোসাইটিও খুব গুরুত্বের সাথে নিয়েছে বিষয়টি।

www.google.com.my সাইট খুললে দেখা যায় কালো পর্দায় লেখা “গুগল মালয়েশিয়া হ্যাকড বাই টাইগার মেট”।

নিজেদের টাইগারমেট পরিচয় দিয়ে বাংলাদেশি হ্যাকার দ্বারা এই হ্যাক করা হয়েছে বলেও পেজটিতে উল্লেখ করা হয়েছে।

গত বছরের জুলাই মাসেও একই হ্যাকার মালয়েশিয়ার ডেল, এমএসএন, ইউটিউব, ইয়াহু’র মত বড় বড় ওয়েবসাইট হ্যাক করে।

গুগল মালয়েশিয়ার প্রধান জেফরি ইউসুফ জানান, এটি একটি ডিএনএস আক্রমণ। একটি নেটওয়ার্ক অথবা মেশিনকে সাময়িকভাবে অচল করার জন্য সাধারণত হ্যাকাররা এই আক্রমণ করে থাকেন।

গুগল মালয়েশিয়া তাদের এক টুইটার বার্তায় জানায়, ” কিছু কিছু ব্যবহারকারী আমাদের পেজ থেকে স্থানান্তর হয়ে যাচ্ছেন। এ অবস্থায় গ্রাহকদের http://google.com/ncr ব্যবহারের জন্য অনুরোধ জানানো যাচ্ছে।” তবে মঙ্গলবার বিকেলের দিকে তাদের সাইটিটি তারা উদ্ধার করে নিয়েছে।

সূত্র- চাঁদপুর টাইমস/ডিএইচ/২০১৫