Home / চাঁদপুর / প্রবাসীদের কারণেই দেশের আর্থিক উন্নয়ন হয়েছে : চাঁদপুর জেলা প্রশাসক
rana-on

প্রবাসীদের কারণেই দেশের আর্থিক উন্নয়ন হয়েছে : চাঁদপুর জেলা প্রশাসক

‘নিরাপদ অভিবাসন যেখানে, টেকসই উন্নয়ন সেখানে’ এ শ্লোগানে সারাদেশের ন্যয় চাঁদপুরেও আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে।

দিবসটিতে সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টায় র‌্যালি ও চাঁদপুর সার্কিট হাউজে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসক কার্যালয় এসে শেষ হয়। অনুষ্ঠানের আয়োজনে চাঁদপুর জেলা প্রশাসন এবং সহযোগিতায় ছিলেন জেলা কর্মংস্থান ও জনশক্তি অফিস।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, প্রবাসীদের কারণেই বাংলাদেশের আর্থিক উন্নয়ন হয়েছে। তারা পরিবার পরিজনের মায়া ত্যাগ করে প্রবাসে কাজ করছেন। দারিদ্রতার চাইতে বড় দোযখ আর নেই। তবে বিদেশগামীদের সাথে প্রতারণা এখনো শেষ হয়নি। আত্মীয় স্বজনের মধ্যেই অনেকে প্রতারণা করেন। এজন আমাদেরকে সচেতন হতে হবে এবং সঠিক পথে বিদেশে যাওয়ার জন্য প্রশিক্ষিত হতে হবে।

তিনি আরো বলেন, বিদেশে এখন প্রযুক্তি জ্ঞান সম্পন্ন জনশক্তির চাহিদা বেশি। আর এ জন্য আমাদের দেশের যুব সমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হওয়ার জন্য প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। তাহলেই খুব দ্রæত আমাদের দেশে উন্নত দেশে পরিণত হবে।

এ সময় জেলা প্রশাসক উপস্থিত সকলকে জানান, চাঁদপুরে ১০জন শিক্ষার্থী প্রবাসীদের টাকায় পড়া-লেখা করছেন। এর মধ্যে ৬জনই হচ্ছেন মেডিকেল কলেজের শিক্ষার্থী।

সহকারী কমিশনার (প্রবাসী কল্যাণ শাখা) শেখ মেজবাহ উল সাবেরীনের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার চাঁদপুর এর উপ-পরিচালক মো. মঈনুল হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা ও মুক্তিযুদ্ধের সংগঠক জীবন কানাই চক্রবর্তী।

অনুষ্ঠানে স্বজন হারা প্রবাসী পরিবারের ৫জনকে ৩ লাখ করে ৫ লাখ টাকা অনুদান প্রদান করা হয়। পঞ্চম শ্রেণি থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত ৭০জন প্রবাসী পরিবারের শিক্ষার্থীকে বৃত্তি প্রদান এবং চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী প্রবাসী পরিবারের ৫ শিশুকে পুরস্কার প্রদান করা হয়।

প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক
: আপডেট, বাংলাদেশ সময় ৮:০০ পিএম, ১৭ ডিসেম্বর ২০১৭, রোববার
ডিএইচ