Home / সারাদেশ / মাঝারী থেকে ভারী বর্ষণ হতে পারে
মাঝারী থেকে ভারী বর্ষণ হতে পারে

মাঝারী থেকে ভারী বর্ষণ হতে পারে

দেশের কোথাও কোথাও মাঝারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

এছাড়া রংপুর ,রাজশাহী,ঢাকা,ময়মনসিংহ,খুলনা,বরিশাল,চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।মাঝারী থেকে ভারী বর্ষণ হতে পারে ।

আজ বৃহস্পতিবার (২২ জুন )সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়।

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং পরবর্তী ৭২ ঘন্টায় বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে। আবহাওয়ায় বলা হয় -লঘুচাপের বর্ধিতাংশ বিহার থেকে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশ হয়ে উত্তরবঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় রয়েছে।

ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ৪৯ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫ টা ১২ মিনিটে। (বাসস)

নিউজ ডেস্ক
আপডেট, বাংলাদেশ সময় ৪:১৫ পিএম,২২ জুন ২০১৭,বৃহস্পতিবার
এজি

Leave a Reply