Home / আন্তর্জাতিক / ৪২ বছর কোমায় মারা গেলেন ধর্ষিতা নার্স
৪২ বছর কোমায় মারা গেলেন ধর্ষিতা নার্স

৪২ বছর কোমায় মারা গেলেন ধর্ষিতা নার্স

১৯৭৩ সালের কথা। অরুণা শানবুগের বয়স তখন ২৬। জুনিয়র নার্স হিসেবে কাজ করতেন সরকার পরিচালিত মুম্বাইয়ের কিং এডওয়ার্ড মেমোরিয়াল (ইকেএম) হাসপাতালে।

একদিন হাসপাতালের খাবার চুরির অভিযোগে তিনি বকাবকি করেন ওয়ার্ডবয় ও ক্লিনার সোহনলাল ভর্ত বাল্মীকিকে। এরপর শানবুগের প্রতি ক্ষিপ্ত হয় সোহনলাল। একদিন ডিউটি শেষ করে ড্রেস চেঞ্জ করতে যান তিনি। এ সময় আগে থেকেই অপেক্ষা করতে থাকা বাল্মীকি শানবুগকে ধর্ষণ ও নির্যাতন করে।

নির্যাতনের মাত্রা এতটাই কঠিন ছিল যে শানবুগের ব্রেনের ক্ষতি হয় এবং অন্ধ হয়ে যান তিনি। ১১ ঘণ্টা পর উদ্ধার হওয়া শানবুগ একই হাসপাতালের নার্স থেকে হয়ে যান স্থায়ী রোগী। এরপর হাসপাতালেই কোমায় ছিলেন ৪২ বছর।

এক সপ্তাহ আগে নিউমোনিয়ায় আক্রান্ত হন তিনি। সহকর্মীদের প্রত্যাশা ছিল আগের মতোই তিনি সেরে উঠবেন। কিন্তু সে আশা সবার জন্য শোকের বার্তা বয়ে নিয়ে আসে সোমবার সকালে। সকাল ৯টা ৪০ মিনিটে হাসপাতালের ৪২ বছরের বাসস্থান ছেড়ে চলে যান চিরস্থায়ী বাসস্থানে। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৮ বছর। সূত্র : এনডিটিভি/টাইমস অব ইন্ডিয়া।

চাঁদপুর টাইমস : এমআরআর/২০১৫