Home / সারাদেশ / ৩৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল আগামী সপ্তাহে
BCS

৩৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল আগামী সপ্তাহে

৩৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল আগামী সপ্তাহে প্রকাশ করা হবে। ৩৬তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশের পর এ সিদ্ধান্ত নিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ইতোমধ্যে এ পরীক্ষার খাতা মূল্যায়ন ও ফলাফল তৈরির কাজ চূড়ান্ত পর্যায়ে বলে পিএসসি সূত্রে জানা গেছে।

এ বিষয়ে পিএসসির চেয়ারম্যান ড.মোহাম্মদ সাদিক বলেন,`আগামী সপ্তাহের মধ্যে ৩৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশের প্রস্তুতি চলছে। এ লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। ৩৭তম বিসিএস পরীক্ষার প্রাথমিক বাছাই (প্রিলিমিনারি) পরীক্ষার ফল অল্প সময়ের মধ্যে প্রকাশ করা হয়। লিখিত পরীক্ষার ফলাফলও দ্রুত প্রকাশের লক্ষ্যমাত্রা নিয়ে আমরা কাজ করছি।’

গত বছরের ১ নভেম্বর ৩৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল ঘোষণা করা হয়। এতে উত্তীর্ণ হন ৮ হাজার ৫২৩ জন। বিসিএসের ইতিহাসে সেবার এত কম সময়ের মধ্যে প্রথম ধাপের ফল ঘোষণা হয়। গত ৩০ সেপ্টেম্বর এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ২ লাখ ৪৩ হাজার ৪৭৬ জন পরীক্ষার্থী।

প্রসঙ্গত, ১ হাজার ২২৬ জনকে নিয়োগ দিতে গত ২৯ ফেব্রুয়ারি ৩৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ হয় ।

নিউজ ডেস্ক
আপডেট, বাংলাদেশ সময় ৬:০০ পিএম, ২০ অক্টোবর ২০১৭.শুক্রবার
এজি

Leave a Reply