Home / শিক্ষাঙ্গন / সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ওয়েবসাইট তৈরির নির্দেশ
সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ওয়েবসাইট তৈরির নির্দেশ

সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ওয়েবসাইট তৈরির নির্দেশ

আবদুল গনি :

চাঁদপুর জেলার সকল সরকারি ও বেসরকারি, স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট তৈরির সর্বশেষ তারিখ ৩০ জুন’ ২০১৫। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ডাইনামিক ওয়েবসাইট তৈরি ও হালনাগাদকরণের রিপোর্ট ৩০ জুনের মধ্যে প্রেরণ করার জন্য শিক্ষা মন্ত্রণালয় তার অধিনস্ত সংশি¬ষ্ট অফিসগুলোকে নিদের্শ দিয়েছে।
ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাস্তবায়নে সরকারি ও বেসরকারি পর্যায়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে অধিকতর ফলপ্রসূ করার জন্য ওয়েবসাইট প্রয়োজন।

এ ছাড়াও স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে প্রতিটি প্রতিষ্ঠানের ওয়েবসাইট থাকা আবশ্যক। সরকারি বেসরকারি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ তথ্যাদি অনলাইনে প্রকাশের উদ্দেশ্যে এ ওয়েবসাইট তৈরি ও হালনাগাদ করার জন্যে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে শিক্ষা মন্ত্রণালয় নির্দেশ দিয়েছে।

আপডেট: বাংলাদেশ সময়  ০৫: ০৩  অপরাহ্ণ, ১৯ জুন ২০১৫, শুক্রবার

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫

চাঁদপুর টাইমস ডট কম-এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না