Home / জাতীয় / অর্থনীতি / ২ লাখ ১২ হাজার টাকা কর দিলো অর্থমন্ত্রী
abul mal abdul mohite
ফাইল ছবি

২ লাখ ১২ হাজার টাকা কর দিলো অর্থমন্ত্রী

২০১৬-১৭ করবর্ষে ২ লাখ ১২ হাজার ৬১১ টাকা কর দিয়েছেন বলে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানান। আগের বছর তিনি ১ লাখ ১৭ হাজার ৫শ’৩৩ টাকা কর দিয়েছিলেন।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের টানা দু’মেয়াদে অর্থমন্ত্রীর দায়িত্ব পালনকালে আবুল মাল আবদুল মুহিতের ৮৩ লাখ ৫৮ হাজার ৫০ টাকার সম্পদ বেড়েছে।

সোমবার (২৮ নভেম্বর )সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত তাঁর সম্পদ বিবরণী দাখিল করেছেন। অনলাইনে এ বিবরণী দাখিল করেন।

২০১৫-১৬ অর্থবছরে অর্থমন্ত্রীর আয়ের পরিমাণ ৩৪ লাখ ২৫ হাজার ৪২ টাকা। এ সময়ে তাঁর সম্পদের পরিমাণ ১ কোটি ৯৮ লাখ ৪১ হাজার ৮৬ টাকা। এ হিসেবে ২০১৬-১৭ করবর্ষে ২ লাখ ১২ হাজার ৬১১ টাকা কর দিলেন অর্থমন্ত্রী।

২০১৪-১৫ অর্থবছরে তাঁর আয়ের পরিমাণ ছিল ২৭ লাখ ৯৪ হাজার ৯৬৭ টাকা। তাঁর সম্পদের পরিমাণ ছিল ছিল ১ কোটি ৭৪ লাখ ৫১ হাজার ৫৬০ টাকা।

সচিবালয়ে অনলাইনে সম্পদ বিবরণী দাখিলের সময় জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমানসহ অন্যন্যরা উপস্থিত ছিলেন। মন্ত্রীদের স্বচ্ছভাবে সম্পদ বিবরণী দাখিলের প্রস্তাব মন্ত্রিসভায় করবেন কি না, তা জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, প্রথমবার বলেছিলাম, কেউ সাড়া দিচ্ছে না। ব্যক্তি শ্রেণির করদাতাদের ২০১৬-১৭ করবর্ষের আয়কর রিটার্ন দাখিলের সময় শেষ হচ্ছে ৩০ নবেম্বর।

নিউজ ডেস্ক ।। আপডটে, বাংলাদশে সময় ৭ :০৩ পিএম, ২৯ নভেম্বর ২০১৬, মঙ্গলাবার
এজি/এইউ

Leave a Reply