Home / জাতীয় / ১৯৬ কোটি টাকা বিদেশী বিনিয়োগ কমেছে

১৯৬ কোটি টাকা বিদেশী বিনিয়োগ কমেছে

চাঁদপুর টাইমস ডেস্ক:

দেশে পুঁজিবাজারে এক মাসের ব্যবধানে বিদেশি বিনিয়োগ কমেছে ১৯৬ কোটি ৪৬ লাখ ৬৪ হাজার টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ডিএসইতে জানুয়ারি মাসে বিদেশিদের নেট বিনিয়োগ ছিল ২২৮ কোটি ২০ লাখ ৬৮ হাজার ২৮৩ টাকা। ফেব্রুয়ারি মাসে নেট বিনিয়োগের পরিমান দাঁড়িয়েছে ৩১ কোটি ৭৪ লাখ ৩ হাজার ৭১৪ টাকা। অর্থাৎ এক মাসের ব্যবধানে ডিএসইতে বিদেশি নেট বিনিয়োগ কমেছে ১৯৬ কোটি ৪৬ লাখ ৬৪ হাজার টাকা।

এদিকে জানুয়ারি মাসে ডিএসইতে বিদেশিদের মোট লেনদেনের পরিমাণ ছিল ৫০১ কোটি ৮৭ লাখ ৬৯ হাজার ১২৫ টাকা। ফেব্রুয়ারি মাসে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৪৭০ কোটি ৪ লাখ টাকা ২১ হাজার ৯৩০ টাকা। অর্থাৎ এক মাসের ব্যবধানে বিদেশিদের লেনদেন কমেছে ৩১ কোটি ৮৩ লাখ টাকা।

জানুয়ারি মাসে বিদেশিরা শেয়ারে কিনেছে ৩৬৫ কোটি ৪ লাখ ১৮ হাজার টাকার। ফেব্রুয়ারি মাসে শেয়ার কিনেছে ২৫০ কোটি ৮৯ লাখ ১২ হাজার টাকার। অর্থাৎ এক মাসের ব্যবধানে শেয়ার কেনার পরিমাণও কমেছে। তবে এ সময়ে শেয়ার বিক্রির পরিমাণ বেড়েছে। ফেব্রুয়ারি মাসে শেয়ার বিক্রি করেছে ২১৯ কোটি ১৫ লাখ ৯ হাজার ১০৮ টাকার। জানুয়ারি মাসে শেয়ার বিক্রি করেছিল ১৩৬ কোটি ৮৩ লাখ ৫০ হাজার ৪২১ টাকা।