Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / ১৬ মাদ্রাসায় ১ জন জিপিএ- ৫, পাশের হাড় ৭৪.৩৪%
Motlob Dokkhin
প্রতীকী

১৬ মাদ্রাসায় ১ জন জিপিএ- ৫, পাশের হাড় ৭৪.৩৪%

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে বিভিন্ন মাদ্রাসার দাখিল পরীক্ষার ফলাফল বৃহস্পতিবার ( ৪ মে) প্রকাশিত হয়েছে।

এ বছর মতলব দক্ষিণ উপজেলায় মাদ্রাসার দাখিল (এসএসসি) পরীক্ষার ফলাফল বিপর্যয় হয়েছে। ১৬টি মাদ্রাসার মধ্যে ০১টি মাদ্রাসায় জিপিএ- ৫ পেয়েছে ০১ জন।

তবে কোন মাদ্রাসায় শতভাগ পাশ করেনি। ২/১ টি মাদ্রাসা ছাড়া সকল মাদ্রাসার ফলাফল আশানুরূপ না হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে অসন্তোষ দেখা যায়। বিগত কয়েক বছরে এ উপজেলার ২/১ টি মাদ্রাসার দাখিল পরীক্ষার ফলাফল শতভাগ থাকলেও এবার ওই মাদ্রাসাগুলোর ফলাফল আশানুরূপ হয়নি।

১৬ মাদ্রাসার মধ্যে ৬শ’ ০৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৪শ’ ৪৯ জন। গড়ে পাশের হার ৭৪.৩৪%।

তন্মোধ্যে ঘিলাতলী সামাদিয়া ফাজিল মাদ্রাসায় ৭৮ পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৬৬ জন। জিপিএ- ৫ পেয়েছে ০১ জন। গড় পাশের হার ৮৪.৬১%।

নন্দীখোলা ফাজিলা মাদ্রাসায় ৪৭ পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৪০ জন। গত বছরের পাশের হার ৮৫.১০%।

কালিয়াইশ ফাজিল মাদ্রাসায় ৬২ পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ২৭ জন। গত বছরের পাশের হার ৪৩.৫৪%।

নওগাঁও রাশেদিয়া ফাজিল মাদ্রাসায় ৬৩ পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৪৮ জন। গত বছরের পাশের হার ৭৬.১৯%।

মতলব দারুল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় ৩৯ পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৩০ জন। গত বছরের পাশের হার ৭৬.১৯%।

খর্গপুর ফাজিল মাদ্রাসায় ৬৩ পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৫২ জন। পাশের হার ৮২.৫৪%। গত বছরের পাশের হার ৭৬.১৯%।

কাচিয়ারা জামালিয়া আলীম মাদ্রাসায় ১৯ পরীক্ষার্থীর পাশ করেছে ১৭ জন। গত বছরের পাশের হার ৮৯.৮৭%।

দক্ষিণ করবন্দ ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ২৫ পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১৬ জন। গত বছরের পাশের হার ৬৪.০০%।

ধনারপাড় ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ৪৮ পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ২৭ জন। গত বছরের পাশের হার ৫৬.২৫%।

পূর্ব ধলাইতলী দাখিল মাদ্রাসায় ৩০ পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ২৮ জন। গত বছরের পাশের হার ৯৩.৩৩%।

কালিকাপুর আদর্শ দাখিল মাদ্রাসায় ৩৭ পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৩৬ জন। গত বছরের পাশের হার ৯৭.২৯%।

ঘোড়াধারী ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ২৩ পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১৩ জন। গত বছরের পাশের হার ৫৫.৫২%।

দিঘলদী ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ১৯ পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১৭ জন। গত বছরের পাশের হার ৮৯.৪৭%।

বদরপুর ওএস দাখিল মাদ্রাসায় ২৭ পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১৭ জন। গত বছরের পাশের হার ৬২.৯৬%।

নাগদা সুফী আহম্মেদ মহিলা দাখিল মাদ্রাসায় ০৫ জনের মধ্যে পাশ করেছে ০২ জন। গত বছরের পাশের হার ৪০.০০%।

রসুলপুর আননিছা দাখিল মাদ্রাসায় ১৯ জনের মধ্যে পাশ করেছে ১৩ জন। গত বছরের পাশের হার ৬৮.৪২%।

প্রতিবেদক- মাহফুল মল্লিক, মতলব দক্ষিণ
আপডেট, বাংলাদেশ সময় ১২ : ৪০ এএম, ৫ মে ২০১৭, শুক্রবার
এইউ

Leave a Reply