Home / জাতীয় / ১২০০ ইউনিয়নকে ফাইবার অপটিকের আওতায় আনা হবে
Polok
ফাইল ছবি: তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক

১২০০ ইউনিয়নকে ফাইবার অপটিকের আওতায় আনা হবে

চাঁদপুর টাইমস নিউজ ডেস্ক :  আপডেট : ০৩:৪১ অপরাহ্ণ, ২৩ জুলাই ২০১৫, বৃহস্পতিবার

সারাদেশের ১২০০ ইউনিয়নকে দ্রুতগতির ইন্টারনেট সংযোগের আওতায় আনা হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, সাড়ে ৮ হাজার কিলোমিটার ফাইবার অপটিক ক্যাবলের ইনফো সরকার-৩ প্রকল্পের মাধ্যমে এই ইউনিয়নগুলোকে দ্রুতগতির ইন্টারনেটের আওতায় আনা হবে।

বুধবার ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ইনফো সরকার-৩ প্রকল্প অনুমোদন করার পর প্রতিমন্ত্রী এ কথা বলেন।

পলক বলেন, সামাজিক অগ্রগতি এবং জনগণের সন্তুষ্টি অর্জন বর্তমান সরকারের মূল লক্ষ্য। পাশাপাশি দক্ষতা ও যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতকরণ ও সরকারের অভীষ্ট লক্ষ্য। আমরা ইউনিয়ন পর্যায় পর্যন্ত জনগণকে ইন্টারনেট বিশ্বে নিয়ে যেতে চাই।

তিনি আরো বলেন, ইনফো সরকার-৩ প্রকল্পের আওতায় সাড়ে ৮ হাজার কিলোমিটার ফাইবার অপটিক ক্যাবলের মাধ্যমে সারা দেশের ১ হাজার ২০০ ইউনিয়নকে দ্রুত গতির ইন্টারনেট সংযোগের আওতায় আনা হবে। এ ছাড়াও ৭ বিভাগ, ৬৪ জেলা, ৬৪ উপজেলা, ৩১৯ পৌরসভা এবং ১০০ কলেজে বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) সেন্টার স্থাপন করা হবে।

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫

চাঁদপুর টাইমস ডট কমপ্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি