Home / বিশেষ সংবাদ / ১০ জুন‘ভূমি অধিকার দিবস’
১০ জুন‘ভূমি অধিকার দিবস’

১০ জুন‘ভূমি অধিকার দিবস’

কৃষি নির্ভর বাংলাদেশে এখনও গ্রামীণ জনগোষ্ঠীর ৬০ ভাগেরও বেশি মানুষ ভূমি অধিকার বঞ্চিত। নিয়নামুযায়ী সরকাi খাসজমি ভূমিহীনদের মাঝে বণ্টনের কথা থাকলেও দুর্বল জনগোষ্ঠীকে নিজ ভিটে থেকে উচ্ছেদের অভিযোগও আছে । এ বাস্তবতার মাঝেই প্রতি বছর ১০ জুন পালিত হয় ‘ভূমি অধিকার দিবস’।

ভূমিহীনরা ১৯৮৫ সালে পাবনার সাথিয়ায় জেগে ওঠা ঘুঘুদহ বিলে ভূমির অধিকার ফিরে পেতে আন্দোলন করেন । সফল আন্দোলনের ফলস্বরূপ সে বছরের ১০ জুন থেকে পালিত হয়ে আসছে ‘ভূমি অধিকার দিবস’।

বিশেষজ্ঞরা বলছেন, নানা কারণে এক দিকে যেমন বাড়ছে ভূমিহীনের সংখ্যা তেমনি গ্রামে কর্মহীন হয়ে ভূমিহীনরা ভিড় করছেন শহরের বস্তিতে। তাই বাড়ছে বস্তিবাসীর সংখ্যাও। মোটের ওপর এ চাপ গিয়ে পড়ছে রাষ্ট্রের কাঁধেই।

এমন চাপমুক্তির অন্যতম সমাধান ভূমির অধিকার নিশ্চিত (আমাদের সময় )

নিউজ ডেস্ক
আপডেট, বাংলাদেশ সময় ২ : ০৫ পিএম, ১০ জুন ২০১৭, শনিবার
এজি

Leave a Reply