Home / আন্তর্জাতিক / হিন্দুত্ব কোনো ধর্ম নয়’ নরেন্দ্র মোদি

হিন্দুত্ব কোনো ধর্ম নয়’ নরেন্দ্র মোদি

‎Friday, ‎17 ‎April, ‎2015  08:58:47 PM

চাঁদপুর টাইমস ডট কম:

হিন্দুত্ব কোনো ধর্ম নয়, বরং একে এক জীবনশৈলী বলে আখ্যা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি আজ কানাডার প্রধানমন্ত্রী স্টিফেন হার্পারের সঙ্গে এক গুরুদোয়ারা এবং মন্দিরে প্রার্থনা করেন।

কানাডা সফররত মোদি কানাডার খালসা দিওয়ান গুরুদোয়ারায় প্রার্থনায় অংশ নিয়ে সেখানে উপস্থিত মানুষদের উদ্দেশ্যে গুরু নানক দেবের শিক্ষা এবং শহীদ ভগত সিংসহ স্বাধীনতা আন্দোলনে শিখদের ভূমিকার কথা তুলে করেন।
এরপরে মোদি এবং হার্পার লক্ষ্মী নারায়ণ মন্দিরে গিয়ে প্রার্থনা করেন। সেখানে কানাডায় বসবাসকারী ভারতীয়দের প্রশংসা করেন মোদি। তিনি হিন্দু ধর্মের মাধ্যমে মানবতার জন্য কাজ করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
মোদি বলেন, ‘ভারতের সুপ্রিম কোর্ট হিন্দু ধর্মের খুব ভালো পরিভাষা ব্যবহার করেছে। সুপ্রিম কোর্ট বলেছে, হিন্দু ধর্ম কোনো ধর্ম নয়, বরং এটি একটি জীবনশৈলী।’
এদিকে, বৃহস্পতিবার কানাডায় বসবাসকারী ভারতীয়দের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী মোদি সাবেক কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের নাম উল্লেখ না করে বলেন, ‘যাদের নোংরা করার ছিল তারা নোংরা করে চলে গেছে। এখন আমাদের সাফাই করতে হবে।’
মোদির এ ধরণের মন্তব্যের তীব্র প্রতিবাদ করে কংগ্রেস মুখপাত্র আনন্দ শর্মা বলেছেন, ‘বিদেশের মাটিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী যে মন্তব্য করেছেন, তা নিম্নরুচির পরিচয়। ভারতের কোনো প্রধানমন্ত্রীই এমনটা করেননি। বিরোধীদের বদনাম করে আসলে বিদেশের মাটিতে ভারতের ভাবমূর্তি খারাপ করেছেন প্রধানমন্ত্রী।’ তিনি নিজের পদের অমর্যাদা করেছেন বলেও সমালোচনা করেছেন কংগ্রেস মুখপাত্র আনন্দ শর্মা। ফ্রান্স, জার্মানি এবং কানাডা সফর শেষ করে আজই দেশে ফিরে আসছেন মোদি।-আইআরআইবি

চাঁদপুর টাইমস-ডিএইচ/২০১৫