Home / খেলাধুলা / হারের পরেও টাইগারদের মাঝে বছরের তৃপ্তি
tiger
ফাইল ছবি

হারের পরেও টাইগারদের মাঝে বছরের তৃপ্তি

ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে অনভ্যস্ততার মূল্য দিল বাংলাদেশ। ড্রেসিংরুমে ফেরার পথে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলছিলেন, বছরে ৪-৫টা টি-২০ ম্যাচ খেলি আমরা। যা দিয়ে ধারাবাহিক হওয়া কঠিন।

টি-২০’র মেজাজ অনুযায়ী ব্যাটিংটা রপ্ত হয়নি এখনও। ঠিক হয়নি এ ফরম্যাটে দলের সঠিক কম্বিনেশনটা। এসবের যোগফল হিসেবে দাঁড় করানো যায় রোববার জিম্বাবুয়ের বিপক্ষে হারকে। শেষ ওভারের ঝড়ে আসা পরাজয় দিয়ে অবশ্য ২০১৫ সালটাকে মূল্যায়ন করা অবিচার হয়ে যাবে। মাশরাফি বলছেন, এমন বছর আর এসেছে নাকি!

অধিনায়ক যথার্থই বলেছেন, আন্তর্জাতিক ক্রিকেটে এমন সাফল্য মন্ডিত বছর কখনোই কাটায়নি বাংলাদেশ। বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলেছে টাইগাররা। বিশ্বকাপের সফলতার সিড়ি ক্রমে আরও উচ্চতায় ঠাঁই নিয়েছে। পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকার পর জিম্বাবুয়ের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ জিতেছে মাশরাফি বাহিনী। সবমিলিয়ে হার দিয়ে বছর শেষ করলেও অলক্ষ্যে তৃপ্তির, অর্জনের ঢেঁকুর আছে টাইগার শিবিরে।

সাফল্য গাঁথায় তাকিয়ে ২০১৫ বছর সম্পর্কে ম্যাচ শেষে রোববার রাতে সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, “এই বছরের কথা যদি বলি পুরো হার্ডওয়ার্ক করেছে ছেলেরা। আমি সত্যিই কৃতজ্ঞ ছেলেদের প্রতি। সেই সঙ্গে কোচিং ষ্টাফ। বছরটা অনেক বড় ছিল আমাদের জন্য। চেষ্টা করেছি ভালো ভাবে শেষ করার। দূর্ভাগ্যবশত ভালোভাবে শেষ করতে পারিনি। সব মিলিয়ে আমি গর্ববোধ করি ২০১৫ সালের সাফল্য নিয়ে। আশা করি ২০১৬ আরও ভালো ক্রিকেট খেলবো।”

১৩৫ রানের পুঁজি ম্যাচ জেতার জন্য যথেষ্ট ছিল না বলে স্বীকার করেন মাশরাফি। তার মতে, ১৫০ রান হতে পারতো চ্যালেঞ্জিং স্কোর।

৫১ বল খেলেও ম্যাচে ৪৭ রান করেছেন বিজয়। যেখানে ছিল ২০টি ডট বল। তার ধীর গতির ব্যাটিং চাপ ফেলেছে অন্যদের উপর। তারপরও বিজয়কে কাঠগড়ায় নিতে চান না টাইগার অধিনায়ক। সামগ্রিকভাবে ব্যাটিংটা ভালো হয়নি বলেই জানালেন তিনি। মাশরাফি বলেন, “আজকের ম্যাচটা হয়তো আমরা হেরেছি। তবে আমি ব্যক্তিগত ভাবে বিজয় কিংবা অন্য কারো কাছে যেতে চাই না। আমরা গ্রুপ হিসেবেই ব্যর্থ হয়েছি। শুধু যদি আমরা বিজয়ের কথা বলি পুরো চাপটা ওর কাছে যাবে। প্রায় ১৫ ওভার ব্যাটিং করেছে। ও হয়তো শটস খেলতে পারছিল না। অনেকদিন পর মাঠে নেমেছে এটাও চিন্তা করতে হবে। সব মিলিয়ে আমি মনে করি ব্যক্তিগত ভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। একটা ম্যাচ আমরা খারাপ খেলেছি। আমরা খুব হতাশ। আমরা শিগগিরই আবার ভালো খেলায় ফিরবো
নিউজ ডেস্ক ।। আপডেট: ০৮:৪৫ পিএম, ১৬ নভেম্বর ২০১৫, সোমবার
ডিএইচ