Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ সদরে ১১ ও হাটিলায় ৯ জন আ’লীগের মনোনয়ন প্রত্যাশী
হাজীগঞ্জ সদরে ১১ ও হাটিলায় ৯ জন আ’লীগের মনোনয়ন প্রত্যাশী
ফাইল ছবি: চাঁদপুর টাইমস

হাজীগঞ্জ সদরে ১১ ও হাটিলায় ৯ জন আ’লীগের মনোনয়ন প্রত্যাশী

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কেন্দ্রীয় ও জেলা আওয়ামীলীগের সিদ্ধান্ত অনুযায়ী ইউনিয়নভিত্তিক দলীয় বর্ধিত সভা উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ গত ক’দিনের মতো আজ শুক্রবারেও দু’টি ইউনিয়নে সভার আয়োজন করে।

হাজীগগঞ্জ ৫ নং সদর ইউনিয়ন থেকে ১১ ও হাটিলা পূর্ব ইউনিয়ন থেকে ৯ জন আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীর নাম পাওয়া যায়। দিনের প্রথম সভা বেলা ৩টায় সদর ইউনিয়ন পরিষদ কার্যলয় ও সন্ধ্যা ৭টায় হাটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসব সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন মিজির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী মো.মাঈন উদ্দিনের পরিচালনায় কার্যক্রম শুরু হয়।

হাজীগঞ্জ ৫নং সদর ইউনিয়ন থেকে নৌকা প্রতীকে ১১ জন মনোনয়ন প্রত্যাশীরা হলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মীর, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইউসুফ প্রধানিয়া সুমন,উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আবু তালেব লিটন, সহ-দপ্তর সম্পাদক লায়ন মো. রেজাউল করিম মিন্টু, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক একেএম শাহআলম মুন্সী, বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক মাহতাব হোসেন সবুজ, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমির হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি দেলোয়ার হোসেন, আওয়ামীলীগ নেতা মফিজুল ইসলাম মাওলা, যুবলীগ নেতা বকুল ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম মামুন।

এদিকে হাটিলা পূর্ব ইউনিয়ন থেকে আওয়ামী লীগের ৯ জন মনোনয়ন প্রত্যাশীরা হলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জলিলুর রহমান দুলাল মির্জা, সাধারন সম্পাদক গোলাম মোস্তফা, বর্তমান চেয়ারম্যান সোহরাব হোসেন মিজি, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ডা. আনোয়ারুল¬াহ পাটওয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বতু, সাংস্কৃতিক সম্পাদক ডা. প্রানেশ চন্দ্র রায়, সদস্য মনির চৌধুরী, ইউনিয়ন যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভূঁইয়া ।

উভয় বর্ধিত সভায় উপস্তিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলী আশ্রাফ দুলাল, কাজী আনোয়ারুল হক মোলা, যুগ্ম সাধারণ সম্পাদক আ. মান্নান, সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক মুরাদ, শাহাদাত হোসেন মজুমদার, অর্থ বিষয়ক সম্পাদক আশফাকুল আলম চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক আবু তালেব লিঠন, কৃষি বিষয়ক সম্পাদক হাসমত উল¬্যাহ হাসু, শহর যুবলীগের যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম, ২নং বাকিলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউসুফ পাটওয়ারী, ১০নং গন্ধর্ব্যপুর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোরশেদ আলম শোভন, ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাঈনউদ্দিন মিজি,৭নং বড়কূল পশ্চিম ইউনি নের সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত, শহর ছাত্রলীগের সাবেক সভাপতি শুক্কুর আলম শুভ, চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক নাহিদুল ইসলাম সোহেল, উপজেলা ছাত্রলীগের সভাপতি এবায়েদুর রহমান খোকন, সাধারণ সম্পাদক আবু ইউসুফ মোহন, উপজেলা তরুণলীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক সোহাগসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের তৃণমূল নেতৃবৃন্দ।

 

|| আপডেট: ০৯:৫৫ অপরাহ্ন, ০৪ মার্চ ২০১৬, শুক্রবার

এমআরআর