Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / হাজীগঞ্জ-ফরিদগঞ্জ সীমান্তবর্তী দু’কিলো রাস্তায় জনদুর্ভোগ
হাজীগঞ্জ-ফরিদগঞ্জ সীমান্তবর্তী দু’কিলো রাস্তায় জনদুর্ভোগ

হাজীগঞ্জ-ফরিদগঞ্জ সীমান্তবর্তী দু’কিলো রাস্তায় জনদুর্ভোগ

হাজীগঞ্জ-ফরিদগঞ্জ সীমান্তবর্তী ২ কিলোমিটার রাস্তা পাকা না হওয়ায় দু’উপজেলার মানুষের চলাচলে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। এতে করে একটু বৃষ্টি হলে মাটির রাস্তাটি যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। এ যেন দেখার কেউ নেই।

রাস্তাটিতে গিয়ে দেখা যায়, হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর দক্ষিন ইউনিয়নের পশ্চিম দেশগাঁও ডেংঘার হাট থেকে ফরিদগঞ্জ উপজেলার ৫নং গুপ্টি পূর্ব ইউনিয়নের বালিমূড়া পাকা রাস্তার মাথা পর্যন্ত এক কিলো ও ডেংঘার হাট থেকে ফরিদগঞ্জের ৩ নং সুবিদপুর পূর্ব ইউনিয়নের ডোমরা হয়ে পূর্ব মনতলার পাকা রাস্তার মাথা পর্যন্ত ১ কিলো রাস্তা।

এ দুই উপজেলার ২ কিলো রাস্তা পাকা না হওয়ায় এখানকার যানবাহন,সাধারন পথচারী,স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীসহ এলাকাবাসীর চলাচলে সীমাহীন দূর্ভোগে পড়তে দেখা যায়।

সীমান্তবর্তী এলাকার কারণে দু’উপজেলা থেকেই টেন্ডার পক্রিয়া জটিলতা সৃষ্টি হয়েছে। দুই উপজেলা স্থানীয় সরকার প্রকশলী অফিসে দরখান্ত দিয়েও স্থানীয়রা কোন সাড়া পায়নি বলে জানান এখানকার গন্যমান্য ক’জন।

তাই বছরের পর বছর দুই উপজেলার সীমান্তবর্তী ২ কিলো সড়ক পাকা রাস্তার কাজ আটকে রয়েছে। এদিকে এলাকার নির্বাচিত চেয়ারম্যানগন পাকা করনের প্রতিশ্রুতি দিয়ে আসলেও কারও সময়ে তা আর বাস্তবায়ন করতে দেখা যায়নি।

এখন বর্ষা কাল আর এ সময়ে বৃষ্টির ও বর্ষার পানিতে সবচেয়ে বেশী দুর্ভোগে পড়তে হয় এখানকার বাসিন্ধাদের।

দুই পাশে পাকা রাস্তা দিয়ে চলাচলরত যাত্রী সাধারণও এ পথে এসে আটকা পড়ে।

তাই এখানকার ভুক্তভোগীদের দাবি অচিরেই যেন এখানকার জনপ্রতিনিধিরা রাস্তাটি পাকা করণের উদ্যোগ নিয়ে স্থানীয় সাংসদকে অবহিত করেন।

হাজীগঞ্জ-ফরিদগঞ্জ সীমান্তবর্তী দু’কিলো রাস্তায় জনদুর্ভোগ

About The Author

প্রতিবেদক- জহিরুল ইসলাম জয়, হাজীগঞ্জ