Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / হাজীগঞ্জে ব্যাংক গ্রাহকের টাকা ছিনতাইকালে আটক নারী কারাগারে
হাজীগঞ্জে ব্যাংক গ্রাহকের টাকা ছিনতাইকালে আটক নারী কারাগারে
ছিনতাইয়ের ঘটনায় আটককৃত নারী

হাজীগঞ্জে ব্যাংক গ্রাহকের টাকা ছিনতাইকালে আটক নারী কারাগারে

হাজীগঞ্জে ব্যাংক গ্রাহকের টাকা ছিনতাইকালে আটক নারী কারাগারে

ইসলামী ব্যাংক চাঁদপুরের হাজীগঞ্জ শাখার সিঁড়ির সামনে মঙ্গলবার (৬সেপ্টেম্বর) বিকাল ৩ টায় টাকা ‘ছিনতাইকালে’ এক নারীকে আটক করা হয়। অপরজন পালিয়ে যেতে সক্ষম হয়।

বুধবার (৭ সেপ্টেম্বর) তাকে আদালতের নির্দেশে জেলহাজতে প্রেরণ করা হয়।

আটককৃত নারী চাঁদপুর সদর উপজেলার পুরাণবাজারের বাসিন্দা আছমা বেগম, পালিয়ে যাওয়া অপরজন সুমী বেগম (২৬)।

এ মঙ্গলবার (৬ সেপ্টেম্বর ) ওই গ্রাহক বাদী হয়ে অভিযুক্ত দু ’মহিলার বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করে । যার মামলা নং ৭।

জানা যায়, হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের দেশগাঁও গ্রামের ইব্রাহিম মিয়ার স্ত্রী হাওয়া বেগম মঙ্গলবার ওই দিন দুপুরে ইসলামী ব্যাংকে টাকা উত্তোলন করতে আসেন। এ সময় তার পিছু নেয় ছিনতাইকারী দলের দু ’ মহিলা সদস্য । ব্যাংক গ্রাহক হাওয়া বেগম টাকা উত্তোলন করে ব্যাংক থেকে বের হয়ে সিঁড়ির সামনে আসলে বোরকা পরিহিত দু’মহিলা স্বর্র্ণের একটি চেইন বিক্রি করবে এমন কথা ব্যাংক গ্রাহককে বলেই হাওয়া বেগমের কাছে থাকা ১৫ হাজার টাকা ‘ছিনিয়ে’ নেয়।

সে তাৎক্ষণিক ডাক চিৎকার শুরু করলে আশ-পাশের লোকজন জড়ো হয়ে মহিলা দু’জনের মধ্যে একজনকে হাতে নাতে আটক করে ।

এ সময় আছমা বেগমকে আটক করতে পারলেও পরে তার সহযোগী সুমি বেগম পালিয়ে যায়।

খবর পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে আছমা বেগকে জনতার রোষাণল থেকে উদ্ধার করে থানা নিয়ে যায় ।

আটকৃত ছিনতাইকারী মহিলাকে পুলিশ ব্যাপক জিজ্ঞাসাবাদ করে জড়িত ক ’জনের তথ্য জানার চেষ্টা করেছে। বুধবার (৭আগস্ট ) সকালে তাকে চাঁদপুর আদালতের নির্দেশে জেলা কারাগারে প্রেরণ করা হয়।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো.শাহআলম চাঁদপুর টাইমসকে বলেন, ‘ ইতোমধ্যে বাজারে চুরি ছিনতাই ঠেকাতে সাধারণ পোশাকের পুলিশসহ মহিলা পুলিশ নিয়োজিত রাখা হয়েছে।’

: আপডেট, বাংলাদেশ সময় ৯:২৫ এএম, ৭ সেপ্টেম্বর ২০১৬, বুধবার
ডিএইচ

হাজীগঞ্জে ব্যাংক গ্রাহকের টাকা ছিনতাইকালে আটক নারী কারাগারে

About The Author

প্রতিবেদক- জহিরুল ইসলাম জয়, হাজীগঞ্জ

Leave a Reply