Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / সিএনজি স্কুটারের ধাক্কায় হাজীগঞ্জে দু’স্কুল ছাত্র আহত
সিএনজি স্কুটারের ধাক্কায় হাজীগঞ্জে দু’স্কুল ছাত্র আহত

সিএনজি স্কুটারের ধাক্কায় হাজীগঞ্জে দু’স্কুল ছাত্র আহত

হাজীগঞ্জে পৌর বলাখাল সিএনজি স্ট্যান্ডের সামনে সিএনজি স্কুটারের ধাক্কায় মঙ্গলবার (২৩ মে ) বেলা দেড়টায় দু’স্কুল ছাত্র আহত হয় হয়েছে।

স্থানীয়দের সূত্রে জানা যায়, বলাখাল উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র মানিক চন্দ দাস ও অনিক চন্দ্র দাস স্কুল ক্লাস শেষে তাদের বলাখাল মাঝি বাড়ির উদ্দেশ্যে সাইকেল যোগে রওনা হয়। স্কুল থেকে ৫০ মিটার সামনে বলাখাল বাজারে চাঁদপুর থেকে ছেড়ে আসা একটি সিএনজি স্কুটারের সামনে পড়ে উভয়ই সাইকেল থেকে পড়ে যায়। পরে সিএনজি’র ড্রাইভারসহ স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাজীগঞ্জ মিডওয়ে হাসপাতালে এনে ভর্তি করায়।

খবর পেয়ে বিদ্যালয়ের সহকারী শিক্ষক খোকন মজুমদার ও অভিভাবক সদস্য ফরিদ আলম এবং তাদের অভিভাবকরা হাসপাতালে ছুটে আসেন।

হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক সাইফুল ইসলাম চাঁদপুর টাইমকে জানান, তাদের মধ্যে মানিক মাথায় বেশি জখম হয়েছে এবং তার অবস্থা আশংকা জনক। অনিক দু’হাঁটুতে ও মাথায় অল্প জখম হয়েছে।

খবর পেয়ে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন ঘটনাস্থলে আসেন এবং আহত ছাত্রসহ সিএনজি মালিক সমিতির লোকদের সাথে কথা বলেন।

এদিকে সিএনজির মালিকসহ সমিতির নেতৃবৃন্দ ঘটনাস্থলে যান ও আহত দু’ ছাত্রের খোঁজ খবর নেন এবং পরবর্তীতে বসে বিষয়টির সমাধানের কথা জানান।

প্রতিবেদক-জহিরুল ইসলাম জয়
আপডেট, বাংলাদেশ সময় ১০ : ০৫ পিএম, ২৩ মে ২০১৭, মঙ্গলবার
এজি/ এইউ

Leave a Reply