Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জে টাকা পাওয়াকে কেন্দ্র করে হামলা লুটপাট
হাজীগঞ্জে টাকা পাওয়াকে কেন্দ্র করে হামলা লুটপাট

হাজীগঞ্জে টাকা পাওয়াকে কেন্দ্র করে হামলা লুটপাট

জহিরুল ইসলাম জয় | আপডেট: ১০:০৬ অপরাহ্ণ, ০৮ আগস্ট ২০১৫, শনিবার

চাঁদপুর জেলার হাজীগঞ্জের সুহিলপুর সরকার বাড়িতে টাকা পাওয়াকে কেন্দ্র করে বসত ঘরে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে।

জানা যায়, ওই বাড়ির জহির সরকার তার চাচাতো ভাই শাখাওয়াত সরকারের কাছ থেকে সমবায় সমিতির বিনিময়ে ৯০০ টাকা পায়। পরের দিন টাকা দিবে বললে জহির গরম হয়ে শাখাওয়াতের বসত ঘরে হামলা চালায়। এ সময় জহিরের ছেলে মিঠু সরকার ও ভাই মনির সরকারসহ ৪/৫ জন মিলে ঘরের বেড়া ভেঙ্গে ভিতরের বিভিন্ন আসবাবপত্র ভাংচুর ও আলমারির বিতর থেকে ২ ভরি স্বর্ণ ও নগদ ২০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।

এমন অভিযোগের ভিত্তিতে শনিবার হাজীগঞ্জ থানায় শাখাওয়াত হোসেন বাদী হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। ওই দিন বিকেলেই হাজীগঞ্জ থানার এস.আই শুধাংশু ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা পান। পরে জহির ও মনির সরকারকে থানায় আসার জন্য নির্দেশ প্রদান করেন। এ বিষয়ে শাখাওয়াতের পরিবার আইনের মাধ্যমে প্রকৃত দোষীদের শাস্তি দাবি করে।

 চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫